(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Messi Neymar Mbappe : PSG | ১ম পেনাল্টি নিবে এমবাপ্পে, ২য় পেনাল্টি নিবে নেইমার। তবে মেসি? | খেলার খবর।

লিগ ওয়ানে পিএসজি মোঁপেলিয়েকে ৫-২ গোলে উড়িয়ে দিয়েছিল।সেই ম্যাচকে ঘিরেই শুরু হয় নেইমার -এমবাপের মহাযুদ্ধ। তবে সেই ম্যাচে জোড়া গোল করেন নেইমার।সেই ম্যাচটিরই পেনাল্টি নেওয়াকে কেন্দ্র করে কিলিয়ান এমবাপে ও নেইমারের সম্পর্কের অবনতি ঘটে। আর সেটি ড্রেসিংরুমের হাতাহাতি পর্যন্ত চলে যায়। এ বিষয়ে দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ে জানান, পেনাল্টি পেলে প্রথম পেনাল্টি নেবেন এমবাপেই। দ্বিতীয় পেনাল্টি নেইমার। এর পরের দুই নাম লিওনেল মেসি ও সের্হিও রামোস। কোচ গালতিয়র এনিয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

মোঁপেলিয়েকের বিপক্ষে ম্যাচটিতে পেনাল্টি থেকেই নেইমার তার একটি গোল পায়। তবে এর আগেও একটি পেনাল্টি পেয়েছিল পিএসজি দল। কিন্তু এমবাপে প্রথম পেনাল্টি মিস করে। দ্বিতীয় পেনাল্টি পাওয়ায় এমবাপে নিতে চাইলেও নেইমার তাকে নিতে দেননি। ওই মুহূর্তে দুজনের মাঝে নানান বিতর্ক -কথোপকথন হয়। নেইমার গোল করার পর উদযাপন করেননি এমবাপে।খেলা চলাকালীন অনেক সময় মাঝ পথেই তাকে দাড়িয়ে থাকতে দেখা যায়। এগুলো ছবি -ভিডিও ভাইরাল বিভিন্ন সামাজিকমাধ্যমগুলোতে।

এক ফ্যান সেই মোঁপেলিয়ে ম্যাচকে ঘিরে এমবাপেকে খোঁচা দিয়ে এক টুইট করেছেন। আর টুইটেই ‘লাইক’ দিয়েছেন নেইমার। তা নিয়ে শুরু হয় তোলপাড় নেট দুনিয়ায়। এমবাপে কোনো মতেই আর চাইছে না নেইমার পিএসজি দলে থাকুক। এসব লুকায়নি পিএসজি কোচের কাছে সে তাদের সাথে বসে সমাধান খুঁজেছেন। তার সমাধানে প্রথম পেনাল্টি নেবেন এমবাপেই। পিএসজি একলা ঘর হওয়া এমবাপের পাশে দাড়ালেন পিএসজি কোচ নিজেই।তা শুনে অবাক হয়েছে অনেক খেলেয়াড় । কারন দলে মেসি -সের্হিও রামোসও নেইমার থাকতে এমবাপে কেন।

শুক্রবার সংবাদ সম্মেলনে দুই তারকার বিষয় নিয়ে মুখ খুলেন দলটির কোচ গালতিয়ে। মোঁপেলিয়ে ম্যাচের পরদিনই দুজনকে স্বাভাবিক দেখা গেছে কথাটি জানান কোচ।এমন পরিস্থিতিতে লিগ ওয়ানে রোববার লিলের মাঠে খেলতে যাবে পিএসজি। তাই কেচ তাদের কে আবার একএিত করছে এ নিয়ে পিএসজি কোচ বলেন,“কাজের ক্ষেত্রে সপ্তাহটা আমাদের জন্য খুবই আনন্দদায়ক ছিল। সবাই খুব ভালো কাজ করেছে। সপ্তাহে প্রতিটি সেশন আমি উপভোগ করেছি এবং নেইমার-এমবাপের কলহ দ্রুত অদৃশ্য হয়ে গেছে, অন্তত আমাদের মিটিংয়ের পর।“দুজনকে আমাদের যা বলার ছিল, তা বলার পরের দিনই আমরা দুজনকে দেখলাম সবকিছু সুরাহা করে নিতে।”কোচের মতে তারা দুজনকে দেখা যাবে রেববার লিলের মাঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks