বর্তমানে জাতীয় দলের খেলায় ব্যস্ত লিওনেল মেসি আর্জেন্টিনার বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলেছেন ৭ বারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা ফরোয়ার্ড।
লিওনেল মেসি জাতীয় দলের ব্যস্ততার মাঝেই এবার লিগ ওয়ান থেকে এলো বড় সুখবর। মেসিকে দারুণ এক পুরস্কার দিয়েছে লিগ ওয়ান কর্তৃপক্ষ।
লিগ ওয়ানে চলতি বছরের সেরা অ্যাসিস্টের পুরস্কার পেয়েছেন মেসি। লিওনেল মেসির অ্যাসিস্ট নির্বাচিত হয়েছে চলতি বছরের সেরা অ্যাসিস্ট।
লিগ ওয়ানে সেন্ট এথিয়ানের বিপক্ষে 3-1 গোলে জিতেছে পিএসজি। সেই ম্যাচে জোড়া গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে। দলের করা তিন গোলের তিনটিতেই অ্যাসিস্ট করেছেন মেসি।
আর্জেন্টাইন ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেকে করা আ্যসিস্টটি এবারের লিগে ২০২২ সালের সেরা আ্যসিস্ট বলে নির্বাচিত হয়েছে। লিওনেল মেসিকে এবছরের সেরা অ্যাসিস্ট করা খেলোয়াড় নির্বাচিত করে একটি পোস্ট করেছেন লিগ ওয়ান কর্তৃপক্ষ নিজেদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে।
সেখানে লিওনেল মেসির পুরস্কার জয় প্রসঙ্গে উল্লেখ করেছে তারা। বর্তমানে জাতীয় দলের খেলায় ব্যস্ত লিওনেল মেসি। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৫.৩০ মিনিটে আর্জেন্টিনা মুখোমুখি হবে ইকুয়েডরে। বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ চলাকালীন সময়ে লিগ কর্তৃপক্ষ থেকে বড় খবর পেয়েছেন মেসি।
Messi News