(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিওনেল মেসিঃ মেসি মানেই ব্যালন ডি’অর এবং ব্যালন ডি’অর মানেই মেসি – পাসকেল ফেরে!

ব্যালন ডি’অর | লিওনেল মেসি | লিওনেল মেসি ব্যালন ডি’অর | লিওনেল মেসি পাসকেল ফেরে | ফ্রান্স ফুটবল | ফুটবল নিউজ | ফুটবল খবর | মেসি

নিজের ফুটবল ক্যারিয়ারটা ব্যক্তিগত সব পুরষ্কার দিয়ে পূর্ণ করে ফেলেছেন লিওনেল মেসি। নিজের ছন্দময় ফুটবল জাদু দিয়ে একের পর এক পুরষ্কার জিতে রেকর্ডও কম গড়েননি আর্জেন্টাইন অধিনায়ক। ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে সাতবার ব্যালন ডি’অর জিতে সবার সেরা লিওনেল মেসি।

২০০৯-২০১২ সাল পর্যন্ত টানা চারবার ব্যালন ডি’অর জিতেন আর্জেন্টাইন অধিনায়ক। এরপর ২০১৫,২০১৯ ও ২০২১ সালে ফ্রান্স ফুটবল কতৃক দেওয়া এই শ্রেষ্ঠত্বের পুরষ্কারটি জিতে নিয়ে রেকর্ডের পাতায় নাম লেখান লিওনেল মেসি।

লিওনেল মেসির এমন কীর্তিতে বেশ খুশি ফ্রান্স ফুটবলের জনপ্রিয় সাংবাদিক ও চিফ ইন এডিটর এবং ব্যালন ডি’অরের সংগঠক পাসকেল ফেররে। তার মতে, ব্যালন ডি’অর মানেই মেসি এবং মেসি মানেই ব্যালন ডি’অর।

সম্প্রতি এক সাক্ষাৎকারে লিওনেল মেসির সম্পর্কে বলতে গিয়ে ফেররে বলেন, মেসিই ব্যালন ডি’অর এবং ব্যালন ডি’অর মেসি।

পাসকেল ফেররের এমন কথায় স্পষ্ট যে ব্যালন ডি’অরের মূল অর্থই হচ্ছে মেসি। রেকর্ড সাতবারের মতো জিতে এই শ্রেষ্ঠত্বের পুরষ্কারটির মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks