মেসির ইনজুরির খবর | যুক্তরাষ্ট্রের মেজর লীগ সকারে টরেন্টর বিপক্ষের ম্যাচে ইনজুরিতে পড়েছেন লিওনেল মেসি। এর আগে লিগ ম্যাচটিতে খেলেনি আর্জেন্টাইন সুপারস্টার। এই ম্যাচে পরাজিত হলেও, মেসির ইনজুরিতে পড়ার ম্যাচে জয় পেয়েছে ইন্টার মায়ামি। ম্যাচের ৩৭ তম মিনিটে ইনজুরি নিয়ে মাঠ ছাড়া লিওনেল মেসি।
তাৎক্ষণিক আর্জেন্টাইন ফরোয়ার্ডের ইনজুরি প্রসঙ্গে কিছু না জানাতে পারলেও ম্যাচের পর ইন্টার মায়ামি কোচ টাটা মার্টিনো লিওনেল মেসি প্রসঙ্গে বলেছেন, “লম্বা সময়ের জন্য মাঠে বাহিরে চলে গেছেন মেসি ”
মেসি ইনজুরি নিয়ে ম্যাচ শেষে ইন্টার মায়ামি কোচ বলেন, “আমার মনে হয় না মেসি পরবর্তী ম্যাচে খেলবে এমনকি ওপেন কাপের ফাইনালেও মেসি খেলবে কিনা আমার জানা নেই”
এই কথার পর লিওনেল মেসির ইনজুরি নিয়ে শঙ্কা আরো বাড়লো। আর্সেন্টাইন সুপারস্টার লম্বা সময়ের জন্য মাঠের বাহিরে চলে গেলে, চলতি মৌসুমে আগামী ২২ অক্টোবর পর্যন্ত ইন্টার যে কটি ম্যাচ রয়েছে, সবগুলোতেই মাঠের বাইরে থাকবেন মেসি।