Messi injury update / গুরুতর ইনজুরিতে পড়লেন লিওনেল মেসি | গত ম্যাচে বড় ব্যবধানে পরাজিত হওয়ার পর জয়ের ধারায় ফিরেছে ইন্টার মায়ামি। টরেন্টোকে ৪-০ গোলে হারিয়েছে দলটি। এর আগের ম্যাচে দলে না থাকলেও টরেন্টর বিপক্ষে লিওনেল মেসিকে দলে রেখেছে ইন্টার মায়ামি। তবে এর ফলটা ভালো হয়নি গুরুতর ইনজুরিতে পড়লেন লিওনেল মেসি। লিওনেল মেসির ইনজুরির খবর নিয়ে এখনো কোন আপডেট দিতে পারেনি দলটি।
এই ম্যাচের প্রথমার্ধে ৩৭ তম মিনিটে মাঠ ছাড়াই। এ সময় খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায় মেসিকে। এর আগের ব্যাচে দলের বাহিরে থাকায়, এইম্যাচে লিও ছিলেন শুরুর অংশে। তবে ইনজুরের কারণে প্রমার্ধের পুরো সময় খেলা হয়নি মেসির।
যুক্তরাষ্ট্রের ফুটবলে অভিষেক হওয়ার পর এ নিয়ে তৃতীয়বারের মতো ইনজুরিতে পড়লেন লিওনেল মেসি। ফিফার সব শেষ উইন্ডোতে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে দুটি ম্যাচ খেলে এসে যুক্তরাষ্ট্রে গেলেও সেখানে দলের সঙ্গে যোগ দিতে পারেনি মেসি। বেশি জটিলতার কারণে দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি তার। সেই জটিলতা এবার নতুন করে ভোগাচ্ছে মেসিকে।
লিওনেল মেসি ইনজুরিতে পড়ার পর তাৎক্ষণিক তার ইনজুরি সেরে উঠতে কত দিন সময় লাগবে ইনজুরির অবস্থা কি এই সমস্ত বিষয় সম্পর্কে কিছুই জানাতে পারেনি দলটির কোচ।