Lionel Messi has tested positive for coronavirus | ব্রেকিং নিউজ! করোনায় আক্রান্ত মেসি!

Corona’s influence has grown again across Europe. Which has an impact on the French club PSG. In addition to Lionel Messi, four PSG star footballers have been attacked by Corona.

করোনায় আক্রান্ত হয়েছেন লিওনেল মেসি। মেসির করোনা পজেটিভ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে তার বর্তমান ক্লাব পিএসজি।

ইউরোপ জুড়ে আবারো বেড়ে উঠেছে করোনার প্রভাব। যার প্রভাব পড়েছে ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে। লিওনেল মেসি ছাড়াও পিএসজির চার তারকা ফুটবলার করোনায় আক্রান্ত হয়েছেন।

পিএসজির অফিশিয়াল ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সেখানে বলা হয়েছে, আক্রান্ত খেলোয়াড়রা এখন আইসোলেশনে আছেন এবং উপযুক্ত স্বাস্থ্য প্রটোকল মেনে চলতে হবে তাদের।

বিবৃতিতে পিএসজি আরো জানায়, করোনায় আক্রান্ত চারজন খেলোয়াড় হলেন — লিওনেল মেসি, হুয়ান বার্নার্ট, সার্জিও রিকো ও নাথান বিতুমাজালা। তারা এখন আইসোলেশনে আছেন।

সোমবার (৩ জানুয়ারি) ফরাসি কাপে তৃতীয় সারির ক্লাব ভেনেসের বিপক্ষে মাঠে নামবে পিএসজি। এর আগে পুরো দলের করোনা টেস্ট করানো হয়। সেই টেস্টে পজেটিভ হয়েছেন লিওনেল মেসিসহ বাকি চারজন খেলোয়াড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks