Messi did not receive any offer from Al-Hilal : চাঞ্চল্যকর তথ্য! আল-হিলাল থেকে কোনো প্রস্তাব পাননি মেসি!

Messi did not receive any offer from Al-Hilal : চাঞ্চল্যকর তথ্য! আল-হিলাল থেকে কোনো প্রস্তাব পাননি মেসি!

আসন্ন গ্রীষ্মকালীন দলবদলের বাজারে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে লিওনেল মেসির। মেসির সঙ্গে এর আগেই চুক্তি নবায়নের কাজ সেরে ফেলতে তড়িঘড়ি শুরু করে দিয়েছে ফরাসি জায়ান্টরা। তবে পিএসজি চুক্তি নবায়ন করতে চাইলেও মেসির পক্ষ থেকে এখনো চুক্তি নবায়নের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে লিওনেল মেসির চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদো সৌদি আরবের ক্লাব আল-নাসরে যোগ দেওয়ার পর গুঞ্জন উঠেছিল আল-নাসরের প্রতিদ্বন্দ্বী দল আল-হিলালে যোগ দিতে যাচ্ছেন মেসি।

লিওনেল মেসিকে নাকি দলে ভেড়ানোর জন্য রেকর্ড ২৪৫ মিলিয়ন ইউরোর প্রস্তাব পাঠিয়েছে আল-হিলাল। যা ক্রিশ্চিয়ানো রোনালদোর চেয়ে ৭০ মিলিয়ন ইউরো বেশি। এছাড়াও রিয়াদ ভিত্তিক সংবাদমাধ্যমগুলোর তথ্য মতে, সৌদি আরবের রিয়াদে দেখা গিয়েছে লিওনেল মেসির এজেন্ট ও তার বাবা জর্জ মেসিকে। শুধু তাই নয় তাদের দাবি, আল-হিলালের সঙ্গে মেসির চুক্তির ব্যাপারে কথা-বার্তা চালাতে সৌদি আরব গিয়েছেন মেসির বাবা।

এসবের মাঝে এবার এবার এসব গুঞ্জনকে ভিত্তিহীন বা ভূয়া বলে উড়িয়ে দিলেন স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ গুইলেম বালাগ।

আল-হিলালে মেসির চুক্তি নিয়ে গুইলেম বালাগের তথ্য মতে, লিওনেল মেসির সঙ্গে চুক্তির ব্যাপারে কখনো আল-হিলালের কোনো যোগাযোগই হয়নি। এবং মেসি সৌদি আরবে যাওয়ার ব্যাপারে বিবেচনা করবে না। আল-হিলাল থেকে মেসির কাছে কোনো প্রস্তাব আসেনি।

এছাড়াও বালাগ আরো জানান, পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করার খুব কাছাকাছি আছেন মেসি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই প্যারিসে একটি বৈঠকের মাধ্যমে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করবেন মেসি। এই মুহুর্তে তার (মেসির) অনুপ্রেরণা হল ইউরোপে থাকার। সে (মেসি) ব্যালন ডি’অর জয়ের জন্য ফেবারিট, সে (মেসি) এখনো চ্যাম্পিয়নস লিগে আছে, বিশ্বকাপ জেতার পর তার বড় লক্ষ্য রয়েছে। শুধুমাত্র এই অফারটি (আল-হিলালের কাছ থেকে পাওয়া প্রস্তাব) নিয়ে সৌদি আরবে পাড়ি জমানোর কোনো মানেই হয় না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d
Enable Notifications OK No thanks