সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বিশাল জয় তুলে নিয়েছে বাংলাদেশ দল। এই জয় এসেছে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার হাত ধরেই। এই ম্যাচে বল হাতে দুই উইকেট তুলে নিয়েছেন অধিনায়ক ম্যাশ। আর এর মাধ্যমে অনন্য দুটি ইতিহাস গড়লেন মাশরাফি বিন মুর্তজা।
আজ বল হাতে জিম্বাবুয়ের অধিনায়ক চিবাহবাহ এবং মুতুম্বুদজির উইকেট তুলে নেন মাশরাফি।
ক্রিকেট বিশ্বের পঞ্চম অধিনায়ক হিসেবে ১০০ উইকেট নেওয়ার অসাধারণ কীর্তি গড়েছেন মাশরাফি। এর আগে এই রেকর্ড গড়েছেন পাকিস্তানের ইমরান খান, ওয়াসিম আকরাম, দক্ষিণ আফ্রিকার শন পলক, ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। এবার এসব কিংবদন্তিদের পাশে নিজের নাম লেখালেন মাশরাফি বিন মর্তুজা।
এমন ইতিহাস গড়ার দিনে আরো একটি মাইলফলক স্পর্শ করলেন মাশরাফি বিন মর্তুজা। আজ দুই উইকেট নেওয়ার মাধ্যমে নিজের ক্যারিয়ারের ৭০০ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন মাশরাফি বিন মুর্তজা।