(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ক্রিশ্চিয়ানো রোনালদোঃ রোনালদোকে চরমভাবে অপমান করছে ম্যানইউ! ক্ষিপ্ত সাবেক সতীর্থ | ফুটবল নিউজ

ক্রিশ্চিয়ানো রোনালদো | ম্যানচেস্টার ইউনাইটেড | ম্যানচেস্টার ইউনাইটেড ক্রিশ্চিয়ানো রোনালদো | ম্যানচেস্টার ইউনাইটেড বনাম ম্যানচেস্টার সিটি | রয় কিন | রোনালদো | ফুটবল খবর | প্রিমিয়ার লিগ ২০২২/২৩

ম্যানচেষ্টার সিটির বিপক্ষে রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখায় ক্ষোপ ছেড়েছেন তার সাবেক সতীর্থ রয় কিন।ক্রিস্টিয়ানো রোনালদোর এমন দিন আসবে কেও কখনো ভাবতেই পারেনি। যার গোল বন্যায় ভাসতো পুরো টিম। আর তাকেই নাকি গুরুত্বপূর্ণ ম্যাচে বসিয়ে রেখেছেন ম্যানচেষ্টার ইউনাইটেডের কোচ।

ম্যানচেস্টার ইউনাইটেডের রাজা বলা হয় ক্রিস্টিয়ানো রোনালদো। আর সেই রোনালদো কেই অবহেলিত করছে তারা। রোনালদোর হাত ধরেই তিনটি প্রিমিয়ার লিগ, চ্যাম্পিয়নস লিগ ও ইউনাইটেডের নয়টি শিরোপা এসেছে। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় কে গুরুত্বপূর্ণ সময়ে বসিয়ে রাখার সমীকরণ বোঝেনি কেও।

ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক অধিনায়ক ও রোনালদোর সাবেক সতীর্থ রয় কিন এ নিয়ে ম্যাচ শেষে ক্ষোভ ঝেড়েছেন। তিনিবলেন, ‘আমি মনে করি, ইউনাইটেড রোনালদোকে অপমান করা ছাড়া আর কিছুই করেনি। তাকে এভাবে বেঞ্চে বসিয়ে রাখার জন্য ধরে রাখাটাকে আমার কাছে হাস্যকর লাগে।’

তবে রোনালদো মৌসুম শেষে ইউনাইটেড ছাড়তে চেয়েছিলেন । তাকে ইউনাইটেড কর্তৃপক্ষ জোর করে রেখে দেয়। তাই কিন বলেন, রোনালদোর মত একজন খেলোয়াড়কে এভাবে রেখে দেওয়ার কোনো অর্থ খুঁজে পান না তিনি।

কিন ইউনাইটেডের কোচ টেন হাগকে উদ্দেশ্য করে বলেন,‘আমার ধারণা, কোচই তাকে ধরে রাখছে। ঠিক আছে, আপনি যখন বলেন আপনার বিকল্প খেলোয়াড় দরকার, তখন আপনি রোনালদোকে বেঞ্চে বসিয়ে রাখার জন্য ধরে রাখবেন না। সে সর্বকালের সেরা খেলোয়াড়দের একজন। সবদ্বোষ কোচের উপর দিয়ে এ মন্তব্য করলেন ইউনাইটেডের সাবেক খেলোয়াড় রয় কিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks