Cricket News

ওয়ানডে র‍্যাংকিংয়ে মাহমুদুল্লাহ, মোসাদ্দেক ও তাসকিনদের বড় লাফ! অবনতি মুস্তাফিজের!

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ এ সিরিজ জিতেছিল বাংলাদেশ। এই সিরিজের পর খেলোয়াড়দের ব্যক্তিগত র‍্যাংকিংয়ে এসেছে পারিবর্তন। আইসিসির সদ্য ঘোষিত ওয়ানডে র‍্যাংকিংয়ে উন্নতি করেছে বেশ কিছু টাইগার ক্রিকেটার।

আইসিসির হালনাগাদকৃত নতুন র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে মাহমুদুল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও মোসাদ্দেক হোসেন সৈকতের। অন্যদিকে অবনতি ঘটেছে কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানের। স্পিনার মেহেদি হাসান মিরাজ আছেন আগের অবস্থানেই।

শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে ৫১ রানের ইনিংস খেলেছিলেন মোসাদ্দেক হোসেন। এতে করে ব্যাটিং র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ১১৩ অবস্থান করছেন মোসাদ্দেক।

অন্যদিকে বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ র‍্যাংকিংয়ে এগিয়েছেন দুই ধাপ। শ্রীলঙ্কার বিপক্ষে ৬৩ বলে ৫৩ রানের ইনিংস খেলে ৩৬তম স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ।

এদিকে বোলিং র‍্যাংকিংয়ে উন্নতি করেছেন তাসকিন আহমেদ। শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ওয়ানডেতে দূর্দান্ত বোলিং করে ৪৬ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছিলেন তাসকিন আহমেদ। এতে করে নতুন প্রকাশিত আইসিসি ওডিআই র‍্যাংকিংয়ে ১২ ধাপ এগিয়ে ৮৮ নম্বরে উঠে এসেছেন তাসকিন আহমেদ। তবে বোলিং র‍্যাংকিংয়ে অবনতি ঘটেছে মুস্তাফিজুর রহমানের। র‍্যাংকিংয়ে নবম স্থান থেকে দশম স্থানে নেমে গেছেন কাটার মাস্টার। অন্যদিকে মেহেদী হাসান মিরাজ দ্বিতীয় স্থানে অপরিবর্তিত অবস্থায় আছেন।

ব্যাটিং র‍্যাংকিংয়ে এখনো শীর্ষস্থানে অবস্থান করছেন পাকিস্তানের বাবর আজম। দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ভারতের বিরাট কোহলি। বোলিং র‍্যাংকিংয়ে শীর্ষস্থানে আছেন নিউজিল্যান্ডের পেসার ট্রেন্ট বোল্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications    OK No thanks