করোনাভাইরাস সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন লরেন্সো সান্স। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক এই প্রেসিডেন্ট।
শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় রিয়াল মাদ্রিদের সাবেক এই প্রেসিডেন্টের বয়স ছিল ৭৬ বছর। লরেন্সো সান্সের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ছেলে লরেন্সো সান্স দুরান।
হাজার ১৯৯৫ থেকে ২০০০ সাল পর্যন্ত রিয়াল মাদ্রিদের প্রেসিডেন্ট ছিলেন লরেন্সো সান্স। এসময় দুটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে বের্নাবেউয়ের দলটি।
রিয়েলের প্রসিডেন্ট থাকাকালীন তিনি ব্রাজিলিয়ান লেফট-ব্যাক রবের্তো কার্লোস, নেদারল্যান্ডসের মিডফিল্ডার ক্লেরেন্স সিডর্ফ ও ক্রেয়োশিয়ার স্ট্রাইকার ডেভর সুকেরের মত তারকাদের দলে ভিড়িয়েছিলেন লরেন্সো সান্স।
এরপর ২০০০ সালে প্রেসিডেন্টশিয়াল নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেসের কাছে হেরে যান লরেন্সো সান্স। এর আগে ফুটবল ক্যারিয়ার ও ছিলো লরেন্সো সান্সের। ক্যারিয়ারের রিয়াল মাদ্রিদের হয়ে খেলেছেন তিনি।