Litton Das appoint as a Kolkata Knight Riders Captain? লিটন দাসকে অধিনায়কত্ব দেওয়ার ইঙ্গিত দিল কলকাতা নাইট রাইডার্স!
প্রথম বারের মতো ইংল্যান্ডকে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করার স্বাদ পেল বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ইংলিশদের ১৬ রানে পরাজিত করার মাধ্যমে ষোলোকলা পূর্ণ করে হোয়াইট ওয়াশ নিশ্চিত করে টাইগাররা। এর নেপথ্যের নায়ক হিসেবে ধরা চলে লিটন দাসকে। আরো একবার ব্যাট হাতে নিজের ঝলক দেখিয়ে বাংলাদেশকে এনে দিয়েছেন মধুর জয়। যার ফলে এবার কলকাতা নাইট রাইডার্সের অধিনায়কত্বের দায়িত্ব পেতে যাচ্ছেন লিটন কুমার দাস।
আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলবেন বাংলাদেশ দলের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ও উইকেটরক্ষক ব্যাটার লিটন কুমার দাস। বাংলাদেশের হয়ে সাকিব-লিটন দারুণ কোনো পারফরম্যান্স করলেই প্রশংসা করতে ভুল করেনা কেকেআর। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব-লিটনকে নিয়ে প্রশংসনীয় পোস্ট করে থাকে কেকেআর।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে নিজের ক্যারিয়ার সেরা ইনিংস খেলেছেন লিটন দাস। ৫৭ বলে ১০ চার ১ ছক্কায় ৭৩ রানের দূর্দান্ত এক ইনিংস খেলেন লিটন। লিটনের এমন ইনিংসের পর তাকে নিয়ে কলকাতা নাইট রাইডার্সের সামজিক যোগাযোগমাধ্যমে পড়ে গেছে হিড়িক। লিটন দাসকে নিয়ে নিজেদের অফিশিয়াল ফেসবুক, টুইটার এবং ইন্সটাগ্রামে পোস্ট করেছে কলকাতা নাইট রাইডার্স। কেকেআরের অফিশিয়াল ইন্সটাগ্রাম আইডিতে লিটনকে নিয়ে করা সেই পোস্টে তাকে অধিনায়ক করার ইঙ্গিত দেওয়া হলো।
নিজেদের ইন্সটাগ্রাম পেইজে কেকেআর লিটন দাসের ছবি পোস্ট করে ক্যাপসনে লিখেছে, লিট-টন দাস! যেখানে ভক্তদের কমেন্টের রিপ্লাইও করছিলো কেকেআর। সেখানে আকাশ দে নামের এক আইডি থেকে কমেন্ট করা হয়, লিটন দা। এই কমেন্টে কেকেআর রিপ্লাই করে লিখেছে, Our Skipper।
ক্রিকেটে খেলায় মূলত অধিনায়ককেই স্কিপার বলে সম্মোধন করা হয়। কেকেআর এমন কমেন্ট আগে থেকেই ইঙ্গিত দিয়ে রাখলো লিটন দাস হতে যাচ্ছেন আসন্ম আইপিলে কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক।
উল্লেখ্য, ইঞ্জুরির কারণে কেকেআরের নেতৃত্বের দাবিদার শ্রেয়াস আয়ারের আইপিএল খেলা অনিশ্চিত হয়ে পড়েছে।