(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Liton Das | Test Cricket | Record | রেকর্ডের ফুলঝুরি বইয়ে দিয়েছেন লিটন দাস!

Liton Das | Test Cricket | Record | রেকর্ডের ফুলঝুরি বইয়ে দিয়েছেন লিটন দাস!

টেস্ট ফরম্যাটে ব্যাট হাতে একের পর এক ঝলক দেখিয়ে চলেছেন লিটন দাস। আছেন ক্যারিয়ারের সেরা ফর্মে, গড়েছেন একের পর এক রেকর্ড। শ্রীলঙ্কার বিপক্ষের দুই ম্যাচের টেস্ট সিরিজে দুটিতেই রানের ফোঁয়ারা বইয়ে দিয়েছেন ক্লাসিকাল লিটন দাস। এর মাধ্যমে দূর্দান্ত আরেকটি মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস।

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৮৮ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে লিটন দাস তুলে নিয়েছেন দূর্দান্ত এক সেঞ্চুরি। এরপর ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয়ের সময় ব্যাট করতে এসে অষ্টম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস।

ঢাকা টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ৪১ রান করেই ২০০০ রানের মাইলফলক স্পর্শ করেছেন লিটন কুমার দাস। মাত্র ৩৩তম টেস্টেই এই মাইলফলক স্পর্শ করেছেন লিটন দাস। সাদা পোশাকে দুই হাজার রান পূর্ণ করতে লিটন ব্যাট করেছেন ৫৬ ইনিংসে। দুই হাজার রান পূর্ণ করতে ইনিংস হিসেবে যা বাংলাদেশিদের মধ্যে তৃতীয় দ্রুততম। ৪৭ ইনিংস খেলে এই তালিকায় এক নম্বরে অবস্থান করছেন বাংলাদেশের অধিনায়ক মমিনুল হক।

২০২২ সালে বেশ কিছু রেকর্ড নিজের নামে করে নিয়েছেন লিটন দাস। চলতি বছর ক্রিকেট বিশ্বের সব ব্যাটসম্যানদের পেছনে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটে ৯৬৭ রান সংগ্রহ করেছেন লিটন দাস। অন্যদিকে ২০২২ সালে টেস্ট ফরম্যাটে ৫৫৮ রান করে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক লিটন দাস। চলতি বছর টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় এক নম্বরে অবস্থান করছেন অস্ট্রেলিয়ার ব্যাটার উসমান খাজা। তার রান সংখ্যা ৭৫১।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করার মাধ্যমে ২০২২ সালের সর্বাধিক সেঞ্চুরি তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন লিটন দাস। উইকেটকিপার হিসেবে চলতি বছর ধরাছোঁয়ার বাইরে লিটন। ২০২২ সালে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ৪৪৮ রান করে সবার শীর্ষে অবস্থান করছেন লিটন দাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks