বাংলাদেশ ক্রিকেটঃ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ওপেনিংয়ে লিটন-সৌম্য!! ক্রিকেট নিউজ

লিটন দাস | সৌম্য সরকার | ত্রিদেশীয় সিরিজ | বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজ | হাবিবুল বাশার | বিসিবি | বাংলাদেশ বনাম পাকিস্তান | বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড | বাংলাদেশ ক্রিকেট দল

ক্রিকেটের টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ বরাবরই শোচনীয়। বিশেষ করে ওপেনিংয়ে বার বার হোঁচট খেতে হচ্ছে বাংলাদেশকে। একের পর এক ওপেনিং জুটি অদল-বদল করলেও সফলতার মুখ দেখছে না বাংলাদেশ।

সবশেষ এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচ থেকে নতুন ওপেনিং জুটি গড়েছিল বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে নিয়ে নতুন ওপেনিং জুটি সাজালেও সবশেষ আরব আমিরাতের বিপক্ষের ম্যাচেও তেমন আশার আলোর মুখ দেখেনি বাংলাদেশ। ব্যাট হাতে ওপেনিংয়ে রানের দেখা পেয়েছিলেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু তার স্ট্রাইক রেট টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য মোটেও সন্তোষজনক ছিল না। অন্যদিকে বার বার সুযোগ পেয়েও ওপেনিংয়ে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সাব্বির রহমান।

আর তাইতো আসন্ন ত্রিদেশীয় সিরিজে ওপেনিংয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ দলের নির্বাচকরা। ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ওপেনিংয়ে দেখা যাবে না সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজকে এমনটাই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচক হাবিবুল বাশার।

বিসিবির নির্বাচকদের চাওয়া ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের ওপেনিংয়ে দক্ষ কাউকেই সুযোগ দেওয়া। সেক্ষেত্রে বাংলাদেশের ওপেনিংয়ে ফিরছেন লিটন দাস এবং তার সঙ্গী হিসেবে থাকছেন সৌম্য সরকার।

যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ত্রিদেশীয় এই সিরিজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ সেহেতু এই সিরিজের উপরই অনেক কিছু নির্ভর করছে। ওপেনিংয়ে নিজেকে মেলে ধরতে পারলে অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দলে নিজের জায়গাটা পাকাপোক্ত করতে পারবেন সৌম্য সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks