Lisandro Martínez man utd : রোনালদোর ক্লাবে আর্জেন্টাইন তরুণ

Officially confirmed. Lisandro Martínez joins Manchester United on permanent deal from Ajax, contract until June 2027 with an option for further season. Official fee is £55m (€57m including solidarity payments) plus €10m add-ons.Lisandro Martínez manutd

গত কদিনের গুঞ্জন সত্যি করে শেষ পর্যন্ত আর্জেন্টাইন তরুণ লিসান্দ্রো মার্তিনেজকে দলে ভিড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। রোনালদোর ক্লাবে যোগ দিয়েছেন দেশটির জাতীয় দলের সতীর্থ। তরুণ এই আর্জেন্টাইনকে আয়াক্স থেকে দলে ভিড়িয়েছে ম্যানইউ। সেজন্য ট্রান্সফার ফি বাবদ ৫৭ মিলিয়ন ইউরো গুণতে হয়েছে ম্যানইউকে।

ইউরোপিয়ান দলবদলের বাজারে লিসেন্দ্র মার্টিনেজকে নিয়ে গত কয়েক দিন হয়েছে ব্যাপক আলোচনার। শেষ পর্যন্ত ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়েছেন তরুণ এই আর্জেন্টাইন। লিসন্দ্র মার্টিনেজ এর যোগ দেওয়ার খবরটি আরো দুদিন আগে গণমাধ্যমে আসলেও এবার চূড়ান্ত চুক্তি সম্পন্ন হয়েছে দুই ক্লাবের মাঝে।

তরুণ এই আর্জেন্টাইনকে দলে ভিড়িয়ে পোস্ট করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন দলের বিশ্বস্ত তথ্য দেওয়া ফাব্রিজিও রোমানো। নিজের অফিশিয়াল টুইটার একাউন্টে এক টুইট বার্তায় ইউনাইটেড দলে ভেড়ানোর খবরটি নিশ্চিত করে জানিয়েছেন এই সাংবাদিক। Lisandro Martínez manutd

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks