(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Lionel messi wins the Laureus World Sports Awards. আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস এওয়ার্ড জিতেছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ফুটবলারদের ব্যাক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরুষ্কারটি জিতেছেন মেসি।

Lionel messi wins the Laureus World Sports Awards. আর্জেন্টিনাকে বিশ্বচ্যাম্পিয়ন করে লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস এওয়ার্ড জিতেছেন মেসি। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মত ফুটবলারদের ব্যাক্তিগত সর্বোচ্চ মর্যাদার পুরুষ্কারটি জিতেছেন মেসি।

ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো Laureus World Sports Awards জিতেছেন লিওনেল মেসি। এর আগে মেসি এই পুরুষ্কার জিতেছিলেন ২০২০ সালে। কাতারে আর্জেন্টিনাকে বিশ্ব চ্যাম্পিয়ন করার পাশাপাশি, পুরো বিশ্বকাপ জুড়ে প্রায় প্রতি ম্যাচে গোল করা অনন্য কীর্তি করাই লিওনেল মেসির হাতে উঠেছে ফুটবলারদের ব্যক্তিগত সর্বোচ্চ পর্যায়ের দারুন এই পুরস্কারটি।

সম্প্রতি সময়ে পিএসজি সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডকে বেশ হেরস্থার স্বীকার হতে হয়েছে দলটির সমর্থকদের দ্বারা। দারুন এই অর্জন তাকে নতুন করে সম্মান এনে দিয়েছে দলটিতে।

লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস অ্যাওয়ার্ড জয়ের পর লিওনেল মেসি সতীর্থদের ধন্যবাদ জানিয়ে বলেন “এটা আমার জন্য দারুণ অর্জনের এবছর প্যারিসে। যখন আমি পিএসজি তে এসেছিলাম তখন এখানকার সমর্থকরা আমাকে যেভাবে সাদরে গ্রহণ করেছিল। আমি ধন্যবাদ জানাই আমার সতীর্থদের শুধুমাত্র জাতীয়দল নয়, ক্লাবটির সতীর্থদেরও ধন্যবাদ জানাই। তাদের জন্য এই অর্জন হয়েছে। আমি একা কিছুই করতে পারতাম না। এই পুরস্কার তাদের সঙ্গে ভাগাভাগি করতে পেরে আমি কৃতজ্ঞ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks