Lionel Messi was selected as the best playmaker in the world: বিশ্বের সেরা প্লে-মেকার নির্বাচিত লিওনেল মেসি!

Lionel Messi was selected as the best playmaker in the world: বিশ্বের সেরা প্লে-মেকার নির্বাচিত লিওনেল মেসি!

২০২২ সালটা স্বপ্নের মতো কেটেছে লিওনেল মেসির। অসাধারণ পারফরম্যান্সের মধ্য দিয়ে আলবিসেলেস্তাদের দীর্ঘ ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জয়ে বড় ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এমন নান্দনিক পারফরম্যান্সের জন্য বিশ্বকাপ জয়ের পাশাপাশি টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন লিওনেল মেসি।

২০২২ সালে নিজের জাদুকরী পারফরম্যান্স দিয়ে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ৩০ টি অ্যাসিস্ট করেছেন লিওনেল মেসি।

দূর্দান্ত এই পারফরম্যান্স দিয়ে ৩০ অ্যাসিস্ট করার মধ্য দিয়ে ২০২২ সালের সেরা প্লে-মেকারের পুরষ্কার জিতলেন লিওনেল মেসি। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রোরি এন্ড স্ট্যাটিস্টিক (আইএফএফএইচএস) বিশ্বের সেরা প্লে-মেকার হিসেবে নির্বাচিত করা হয়েছে লিওনেল মেসিকে।

ইতিহাসের একমাত্র ফুটবলার হিসেবে রেকর্ড পঞ্চমবারের মতো আইএফএফএইচএসের বর্ষসেরা প্লে-মেকারের পুরষ্কার জিতলেন লিওনেল মেসি। এর আগে চারবার এই পুরষ্কার জিতেছিলেন বার্সালোনার সাবেক ফুটবলার ও বর্তমান কোচ জাভি হার্নান্দেজ।

অন্যদিকে এই দুইবার করে এই পুরষ্কারটি জিতেছেন আন্দ্রেস ইনিয়েস্তা ও কেভিন ডি ভ্রুইনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks