লিওনেল মেসি | মেসি | পিএসজি | ইউএনএফপি ট্রফি লিওনেল মেসি | সেপ্টেম্বরের সেরা ফুটবলার মেসি | পিএসজি খবর | পিএসজি ম্যাচ | সেরা ফুটবলার |
চলতি মৌসুমের শুরু থেকেই পিএসজিতে দূরন্ত ছন্দে আছেন লিওনেল মেসি। নেইমার জুনিয়রের সঙ্গে দারুণ এক রসায়নে মাঠের শৈল্পিক ফুটবল আবারো ভক্তদের উপহার দিয়ে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার এই পারফম্যান্সের ধারাবাহিকতায় সেরা ফুটবলারের পুরস্কার নিজের করে নিলেন লিওনেল মেসি।
পিএসজিতে নিজের প্রথম মৌসুম মোটেও ভালো যায়নি লিওনেল মেসির। মাঠের খেলায় ব্যাপক ধুকতে দেখা গেছে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে। তবে সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নিয়ে আবারো নিজের বিশ্বসেরা হওয়ার জানান দিচ্ছেন লিওনেল মেসি।
গেল সেপ্টেম্বর মাসে পিএসজির জার্সিতে ১ গোলের পাশাপাশি ৩ অ্যাসিস্ট করেছিলেন লিওনেল মেসি। যার সুবাধে এবার ফ্রেঞ্চ লিগ ওয়ানে সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন রেকর্ড সাতবার ব্যালন ডি’অর জয়ী এই তারকা। লিগ ওয়ানে সেপ্টেম্বর মাসের সেরা ফুটবলার নির্বাচিত হওয়ার মাধ্যমে লিওনেল মেসি জিতে নিয়েছেন ইউএনএফপি ট্রফি।
উল্লেখ্য, চলতি মৌসুমে এখন পর্যন্ত পিএসজির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ ম্যাচে মেসির গোলসংখ্যা ৭ এর পাশাপাশি সতীর্থের গোলে অবদান রেখেছেন ৭ টিতে।