এইবারের বিপক্ষে দূর্দান্তভাবে নিজের ছন্দের ফিরেছেন লিওনেল মেসি। এর আগে টানা ৪ ম্যাচে অ্যাসিস্ট করলেও গোলবিহীন থাকতে হয়েছে লিওনেল মেসিকে। সেই অপেক্ষাটাকে মধুর করে তুললেন লিওনেল মেসি।
শনিবার ২২ ফেব্রুয়ারী ক্যাম্প ন্যু সাক্ষী হলো আরো একবার লিওনেল মেসির যাদুর খেলার। এইবারের বিপক্ষে ১ টি নয় ২ টি নয় চার চারটি গোল করেছেন আর্জেন্টাইন এই সুপারস্টার।
ম্যাচের ১৪ তম মিনিটেই শুরু হয় লিও মেসির ঝলক। ইভান রাকিতিচের সহযোগিতায় দূর্দান্তভাবে গোল করেন মেসি। এরপর প্রথমার্ধের ৩৬ মিনিটে আবারো এইবারের জালে মেসির হানা। আরতুরো ভিদালের বাড়ানো বল পেয়ে গোল করতে বেগ পেতে হয়নি লিওনেল মেসিকে। প্রথমার্ধেই দলকে ২-০ গোলে এগিয়ে নিয়ে যান এই গোলের মাধ্যমে।
খেলার প্রথমার্ধেই নিজের হ্যাটট্রিক পূরণ করেন মেসি। এইবারের রক্ষণভাগের খেলোয়াড়দের চোখে ধুলো দিয়ে দলের তৃতীয় এবং নিজের হ্যাট্রিক পূরণ করেন মেসি।
দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে চলে আক্রমণ প্রতি আক্রমণ। বেশ কয়েকটি সুযোগও হারায় এইবার। দ্বিতীয়ার্ধের ৮৭ তম মিনিটে চতুর্থ গোলের দেখা পান বার্সা অধিনায়ক।
এর ঠিক দুই মিনিট পরেই আরথুর মেলোর গোলে ৫-০ তে এগিয়ে যায় বার্সা। ফলে ৫-০ গোলের বিশাল জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সালোনা।