লিওনেল মেসি | লিওনেল মেসি ইঞ্জুরি | লিওনেল মেসি ইঞ্জুরি আপডেট | মেসি | পিএসজি বনাম বেনফিকা | পিএসজি | ইউয়েফা চ্যাম্পিয়নস লিগ |
ইউয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বেনফিকার বিপক্ষের ১-১ গোলে ড্র’য়ের ম্যাচে দলের হয়ে একমাত্র গোলটি করেছিলেন লিওনেল মেসি। তবে দ্বিতীয়ার্ধের ৮১তম মিনিটে লিওনেল মেসিকে মাঠ থেকে উঠিয়ে নেয় পিএসজি কোচ। ম্যাচ শেষে এ প্রসঙ্গে জানতে চাওয়া হলে পিএসজি কোচ ক্রিস্তোফ গালতিয়ের জানিয়েছিলেন, মেসির পেশিতে সমস্যা অনুভব করছে। তবে আগামী সোমবার (১০ অক্টোবর) দলের অনুশীলনে যোগ দিবেন মেসি।
গতকাল (৯ অক্টোবর) রাঁসের বিপক্ষের ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল পিএসজিকে। সেই ম্যাচে গোলশূন্য ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ফরাসি জায়ান্টদের। তবে ধারণা করা হচ্ছিলো ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষে ফিরতি পর্বের ম্যাচ দিয়েই পিএসজি শিবিরে ফিরবেন মেসি। কিন্তু এবার সেই ধারণাকে ভুল প্রমাণিত করেছে মেসির ইঞ্জুরি। দুঃসংবাদ বয়ে এলো পিএসজি শিবিরে।
আজ সোমবার (১০ অক্টোবর) পিএসজির অনুশীলনে অনুপস্থিত ছিলেন লিওনেল মেসি। জনপ্রিয় ক্রিড়া সাংবাদিক গাস্তন ঈদুলের তথ্য অনুযায়ী, ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষের ম্যাচ থেকে ছিটকে গেছেন লিওনেল মেসি। পেশিতে এখনো কিছু সমস্যা অনুভব করছে মেসি। এবং বিশ্বকাপের আগে কোনো ঝুঁকি নিতে চান না আর্জেন্টাইম অধিনায়ক।
আগামী ১২ অক্টোবর (বুধবার) ইউয়েফা চ্যাম্পিয়নস লিগে বেনফিকার বিপক্ষের ম্যাচে মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে নেইমার জুনিয়রদের।