Lionel Messi Record | Pele | এক ম্যাচেই রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছেন লিওনেল মেসি!
এস্তোনিয়ার বিপক্ষে এক ম্যাচেই একে একে পাঁচ গোল করে একাধিক রেকর্ডের মালিক বনে গেছেন লিওনেল মেসি। এস্তোনিয়ার বিপক্ষে প্রথমবারের মতো খেলতে নেমে এদিন রেকর্ডের ফুলঝুরি বইয়ে দিয়েছেন রেকর্ড সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকা লিওনেল মেসি।
ক্লাব ফুটবলে বার্সালোনার হয়ে এক ম্যাচেই পাঁচ গোল করেছিলেন ২০১২ সালে। সেবার লেভারকুসেনের বিপক্ষে একাই পাঁচ গোল করেছিলেন লিওনেল মেসি। তবে জাতীয় দলের এক ম্যাচে তিন গোলের বেশি এর আগে করতে পারেননি লিওনেল মেসি। এবার সেই আক্ষেপটাও ঘুচে দিলেন আর্জেন্টাইন সুপারস্টার। এস্তোনিয়ার বিপক্ষে মাঠে নেমেই একে একে পাঁচ গোল করে ইতিহাসের পাতায় নাম লিখেছেন লিওনেল মেসি।
ফুটবল ইতিহাসে লিওনেল মেসিই একমাত্র ফুটবলার যিনি ক্লাব ও জাতীয় দলের হয়ে এক ম্যাচে পাঁচ গোলের দেখা পেয়েছেন।
এছাড়াও এস্তোনিয়ার বিপক্ষে গোল উৎসব করে লিওনেল মেসি ছাড়িয়ে গেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলেকে। ফুটবল ইতিহাসে এতোদিন দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক ছিলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে। ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফুটবল হিস্টোরি এন্ড স্ট্যাটিস্টিকের গণনা হিসেবে ক্যারিয়ারে ৭৬২ গোল করে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক ছিলেন পেলে। এবার কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে সেই রেকর্ড নিজের নামে করে নিয়েছেন লিওনেল মেসি। বর্তমানে ৭৬৪ গোল করে ফুটবল ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা এখন মেসি।
এছাড়াও জাতীয় দলের হয়ে সর্বোচ্চ গোল করা খেলোয়াড়দের তালিকায় চতুর্থ স্থান দখল করেছেন লিওনেল আন্দ্রেস মেসি। হাঙ্গেরির সর্বকালের সেরা খেলোয়াড় ফেরেঙ্ক পুসকাসকে পেছনে ফেলে জাতীয় দলের হয়ে চতুর্থ সর্বোচ্চ গোলের মালিক বর্তমানে লিওনেল মেসি।