(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Lionel messi: Messi Burger, মেসির নামে বার্গার। দাম কত? জানুন

Lionel messi: Messi Burger

বর্তমানে আর্জেন্টাইন তারকা আছেন মাঠের বাহিরে। করোনার কারণে পিএসসির স্কোয়ারে না থাকলেও লিওনেল মেসিকে নিয়ে আলোচনা কম হয়না।

এবার ভিন্ন এক বিষয়ে আলোচনায় মেসি। আর্জেন্টাইন তারকাকে নিয়ে আলোচনা হচ্ছে ইউরোপিয়ান কোন মাধ্যমে। বার্গারের নাম “মেসি”। হাস্যকর মনে হলেও বিষয়টি সত্যি। এমন এক চাঞ্চল্যকর খবর দিয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম। এরপর তা ছড়িয়ে পড়ে ইউরোপিয়ান গণমাধ্যমে।

২০১৩ সালে প্যারিসের এক রেস্তোরাঁয় প্রচলিত হয় “লো জালাতান” নামের বার্গার। জালাতান ইব্রাহিমোভিচ তখন পিএসজিতে, স্বাভাবিকভাবেই তাঁর নামে প্রকাশিত হয়ে বার্গারটি বাজারে ছাড়া হয়।

ইংল্যান্ডের চেইন রেস্তোরাঁ হার্ড রক ইন্টারন্যাশনাল আর্জেন্টাইন তারকার লিওনেল মেসির সঙ্গে এর আগে নানা প্রচারণায় কাজ করেছে। ভাবনাটা এই প্রতিষ্ঠানেরই। মেসির নামে বাজারে বার্গার ছাড়তে যাচ্ছে হার্ড রক ইন্টারন্যাশনাল। মার্চ থেকে এ রেস্তোরাঁর সব শাখায় বার্গারটি পাওয়া যাবে “বার্গার মেসি”। তবে মায়ামি এবং ফ্লোরিডায় এরই মধ্যে ‘মেসি বার্গার’ বিক্রি শুরু করেছে হার্ড রক ইন্টারন্যাশনাল।

এনিয়ে পড়ে গেছে ফুটবল পাড়ায়। লিওনেল মেসির নামে পার্কার। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ পিএসজি ফরোয়ার্ডের নামে বানানো বার্গারের দাম জানাতে পারেনি। তবে জানা যায় এই বার্গারের দাম ১১.৯৫ ডলার (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৩৩ টাকা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks