(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিওনেল মেসিঃ মেসি সর্বকালের সেরা খেলোয়াড় এখানে পেলের কোনো জায়গা নেই! ফুটবল নিউজ

সর্বকালের সেরা ফুটবলার মেসি | মেসি | লিওনেল মেসি | পেলে নয় সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি | পেলে | দানি আলভেজ | ইএসপিএন |

বার্সালোনায় মেসির সঙ্গে কাটিয়েছিলেন সোনালি সময়। বার্সার সুদিন ফেরানোর কান্ডারিও বলা হলে ভুল হবে না। লিওনেল মেসিকে জাতীয় দলের জার্সিতে প্রতিপক্ষ হিসেবে পেলেও সেইসব ম্যাচে প্রতিদ্বন্দ্বিতার থেকে বেশি ফুটে উঠে তাদের বন্ধুত্ব। বার্সার সঙ্গে দ্বিতীয়বারের মতো হিসাব চুকিয়ে ইতিমধ্যে মেক্সিকোর শীর্ষ লিগের ক্লাব ইউনিভার্সিদাদ ন্যাসিওনালে (ইউএনএএম) যোগ দিয়েছেন ব্রাজিলিয়ান রাইট ব্যাক দানি আলভেজ। পেলে ও মেসির মধ্যে কে সেরা এমন সব ইএসপিএনে এমন সব প্রশ্নের উত্তর দিয়েছেন এই ব্রাজিলিয়ান।

ক্যারিয়ারে সব মিলিয়ে মোট ৪৭ টি শিরোপা নিজের নামের পাশে যোগ করেছেন দানি আলভেজ। পেশাদার ফুটবলে তিনিই একমাত্র ফুটবলার যার ৪৭ টি শিরোপা অর্জনের কীর্তি রয়েছে।

সম্প্রতি মেক্সিকোর সাবেক ফুটবলার ও ইএসপিএনের সংবাদকর্মী হুগো সানচেজ দানি আলভেজের সাক্ষাৎকার নিয়েছেন।

মেসি এবং পেলের মধ্যে কাকে বেছে নিবেন এমন প্রশ্নে দানি আলভেজ বলেন, একটা কারণে পেলেকে বেছে নেব তিনি ফুটবল খেলাটা পাল্টেছেন। আর মেসি একটা প্রজন্ম পাল্টেছে৷ ফুটবলকে ছাপিয়ে যাওয়া মানুষদেরই আমি পছন্দ করব, আর আমি তো ব্রাজিলিয়ান৷ পেলের এই বিতর্কে (সর্বকালের সেরা হওয়ার) থাকা উচিত নয়। আমাকে যদি জিজ্ঞেস করেন, ইতিহাসের সেরা খেলোয়াড় কে? আমি মেসিকে বেছে নেব। পেলের এখানে জায়গা নেই।

দানি আলভেজের মতে সর্বকালের সেরা ফুটবলার লিওনেল মেসি এখানে ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের কোনো জায়গা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks