Lionel Messi is close to join Barcelona : পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নয়! আবারো বার্সালোনাতে ফিরবেন লিওনেল মেসি!

Lionel Messi is close to join Barcelona : পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নয়! আবারো বার্সালোনাতে ফিরবেন লিওনেল মেসি!

লিওনেল মেসির সঙ্গে পিএসজির চুক্তি নবায়ন ফুটবল ট্রান্সফার মার্কেটে এ নিয়ে যেনো মাতামাতির শেষ নেই। চলতি বছরের জুনেই পিএসজির সঙ্গে শেষ হবে মেসির চুক্তির মেয়াদ। এর আগে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি চুক্তি নবায়ন করবেন কিনা প্যারিসিয়ানদের সঙ্গে তা নিয়ে রয়েছে ব্যাপক শঙ্কা। চুক্তির মেয়াদ শেষের দিকে ঘনিয়ে এলেও চুক্তি নবায়ন নিয়ে এখনো দু’পক্ষের মধ্যে সমোঝোতা হয়নি। বেশ কয়েকবার বৈঠক করলেও একি মতে আসতে পারেনি লিওনেল মেসির বাবা ও তার এজেন্ট হোর্হে মেসি ও পিএসজি কতৃপক্ষ।

এরই মাঝে জোর গুঞ্জন উঠেছিল আবারো বার্সালোনাতে ফিরতে চলেছেন মেসি। মেসি যদি পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করেন তাহলে ফিরবেন নিজের চিরচেনা আঙ্গিনায়৷ তবে এসব গুঞ্জনকে কিছুদিন আগে উড়িয়ে দিয়ে মেসির বাবা জানিয়েছেন, মেসি হয়তোবা আর কোনোদিন বার্সালোনার হয়ে নাও খেলতে পারে। বার্সার পক্ষ থেকে এমন কোনো প্রস্তাব আসেনি কিংবা মেসির বার্সালোনায় যোগ দেওয়ার ব্যাপারে কোনো আলোচনাও হয়নি।

মেসির বাবার এমন মন্তব্যের পর সকলে ভেবেই নিয়েছিল হয়তোবা আর কোনোদিন বার্সালোনাতে ফিরছেন না মেসি। তবে এবার বার্সা কোচ জাভি হার্নান্দেজের কথায় ইঙ্গিত পাওয়া গেল মেসি চাইলেই আরো একবার বার্সায় যোগ দিতে পারবে।

লিওনেল মেসির বার্সালোনাতে যোগ দেওয়ার ব্যাপারে জাভি হার্নান্দেজ বলেন, এটা (বার্সালোনা) তার বাড়ির মতো, তার জন্য এই ক্লাবের দরজা সবসময়ই খোলা থাকবে। সে আমার বন্ধু, সবসময়ই যোগাযোগ হয় আমাদের।

জাভি হার্নান্দেজের এমন মন্তব্যের পর স্পষ্ট হয়ে উঠেছে পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন না করলে বার্সালোনাতেই পাড়ি জমাবেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী এই অধিনায়ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks