(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Lionel Messi gift all Argentina team member gold Iphone 14: আর্জেন্টিনা দলের স ও কোচিং স্টাফদের স্বর্ণের আইফোন উপহার দিলেন মেসি!

Lionel Messi gift all Argentina team member gold Iphone 14: আর্জেন্টিনা দলের সতীর্ত ও কোচিং স্টাফদের স্বর্ণের আইফোন উপহার দিলেন মেসি!

জাতীয় দলটার প্রতি এবং জাতীয় দলের সতীর্থদের প্রতি এক অন্যরকম ভালোবাসা কাজ করে লিওনেল মেসির। এমন ভালোবাসা কাজ করারই কথা কারণ মেসি এবং আর্জেন্টিনার জন্য যেভাবে উজাড় করে খেলে গিয়েছেন দলের প্রতিটা সদস্য তার বহিঃপ্রকাশ পাওয়া গিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপেই। এবার আর্জেন্টিনা জাতীয় দলের সকল সদস্যদের প্রতি আরো একবার ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন লিওনেল মেসি।

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনা জাতীয় দলের সকল সদস্যদের স্বর্ণের প্রলেপ দেওয়া আইফোন ১৪ মুঠোফোন উপহার হিসেবে দিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং স্টাফসহ দলের প্রত্যেক সদস্যকে এই বিশেষ ফোনটি উপহার হিসেবে দিয়েছেন লিওনেল মেসি। সব মিলিয়ে মোট ৩৫ টি স্বর্ণের প্রলেপ দেওয়া এই আইফোন ১৪ মুঠোফোনটি উপহার দিয়েছেন মেসি। এমনটাই জানিয়েছে, আর্জেন্টিনার ক্রিড়াভিত্তিক সংবাদমাধ্যম “টিওয়াইসি স্পোর্টস”।

বিশেষভাবে বানানো এই ফোনটিতে থাকছে স্বর্ণের প্রলেপ এছাড়াও ফোনের পেছনে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) লোগো, তিনটি তারকা, খেলোয়াড়দের নাম ও জার্সি নাম্বার খোদাই করা আছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় লেখা আছে “বিশ্বকাপ চ্যাম্পিয়ন ২০২২”

এই ৩৫ টি আইফোনের পেছনে লিওনেল মেসির খরচ করতে হয়েছে ২ লাখ ১০ হাজার ডলার। এমন তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম “দ্য সান”।

মেসি সরবরাহকৃত এই বিশেষ ফোন ‘আইডিজাইন গোল্ড’ কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন লিওনস সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে লিখেছেন, বিশ্বকাপ ফাইনাল জেতায় লিওনেল মেসি তার সতীর্থ ও স্টাফদের জন্য ৩৫ টি সোনার প্রলেপ দেওয়া আইফোন ১৪ উপহার দেওয়া ছিল সম্মানের ব্যাপার।

‘আইডিজাইন গোল্ড’ এই প্রতিষ্ঠানটিত সঙ্গে বেশ ভালো সম্পর্ক রয়েছে তারকা ফুটবলারদের। প্যারিসে লিওনেল মেসির বাসায়ই মূলত মুঠোফোনগুলো সরবরাহ করে কোম্পানিটি। এ সময় ‘টি ওয়াইসি’ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে বেনজামিন লিওনস (প্রধান নির্বাহী ‘আইডিজাইন গোল্ড’) বলেন,

“লিওনেল মেসি শুধু সর্বকালের সেরাই (ফুটবলার) নন তিনি আমাদের অন্যতম অনুগত গ্রাহকও। বিশ্বকাপ জয়ের পর তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন। তিনি বলেছিলেন, এই অবিশ্বাস্য বিজয় উদযাপন করতে তিনি বিশেষ উপহার চান। তবে ঘড়ির মতো সাধারণত যেসব উপহার দেওয়া হয়, তেমন কিছু চাননি। আমি তাই (ফোনের) পরামর্শটা দেওয়ার পর তিনি পছন্দ করেন। মুঠোফোনগুলো ২৪ ক্যারেট দিয়ে তৈরি এবং গত শনিবার সেগুলো লিওনেল মেসির বাসায় পৌঁছে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks