ফুটবল নিউজ / আগামী বিশ্বকাপে কি লিওনেল মেসি খেলবেন? | messi fifa world cup 2026 / আগামী বিশ্বকাপে লিওনেল মেসি খেলবেন কিনা সেই বিষয় নিয়ে প্রশ্ন সব সময় থাকে মেসি ভক্তদের? ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসি কি খেলবেন? প্রতি ইন্টারভিউতে লিওনেল মেসি কে এ নিয়ে প্রশ্ন করা হয়। আগামী বছর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে কোপা আমেরিকা ২০২৪। এরপর ২০২৬ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকোতে।
লিওনেল মেসি এবার উত্তর দিয়েছেন তিনি কি আগামী বিশ্বকাপে খেলবেন? আর্জেন্টাইন ফরোয়ার্ড জানিয়েছেন তিনি এখনই আগামী বিশ্বকাপ নিয়ে ভাবতে নারাজ। মেসির চিন্তায় এখন আগামী কোপা ২০২৪। আগামী বিশ্বকাপ নিয়ে এরপর সিদ্ধান্ত।
সম্প্রতি এক ইন্টারভিউতে লিওনেল মেসি জানিয়েছেন আগামী বিশ্বকাপে, তার খেলা না খেলা নিয়ে। এনিয়ে লিওনেল মেসি বলেন।
নিজের ভবিষ্যৎ নিয়ে লিও মেসি: “আমি কোপা আমেরিকায় ভালো অবস্থায় আসতে চাই, এটা ভালো হবে। এবং তারপর আমি কেমন আছি তার উপর নির্ভর করে দেখব। আমি এখনও পরের বিশ্বকাপ নিয়ে ভাবছি না, কারণ এটা অনেক দূরে। বছর কেটে গেছে এবং আমাদের দেখতে হবে আমি কেমন অনুভব করি, আমি দিন দিন দেখব “আমি ভবিষ্যৎ নিয়ে ভাবতে চাই না। আমি যতটা পারি উপভোগ করতে চাই, আমি যেটা সবচেয়ে বেশি পছন্দ করি তা হল ফুটবল খেলা এবং খেলা।”