(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Lionel Messi : World Cup 2022 | কাতারে বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা | বিশ্বকাপের খবর | খেলার খবর | মেসির খবর

FIFA world cup 2022 qatar. Argentina Football Team. Argentina world cup match 2022. Argentina world cup group 2022. World cup 2022. World cup schedule 2022 Lionel messi

মেসি মানেই এক ভালবাসা মেসি মানেই ফুটবল। মেসি ২০১৪ সালে আর্জেন্টিনাকে ফাইনালে তুললেও ট্রফি ওঠেনি তার হাতে। তারপর গুন্জন উঠেছিল অবসরই নিবেন মেসি ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে হেরে যাওয়ায়। তবে তার পায়ের জাদুতে যে সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের মন কেড়েছেন। তাই তো কোটি ভক্তের একটাই দাবি বিশ্বকাপ না জিতে অবসরে যাওয়া যাবেনা কোনো ভাবেই।

সেই আলোই দেখিয়েছে ২০২১ সালে শক্তিশালী ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকা জয় করে। কাতার বিশ্বকাপের ট্রপি উঠবে মেসির হাতে এমনটা বলেছেন সাবেক বিশ্বকাপজয়ী জার্মান তারকা ইয়ুর্গেন ক্লিন্সম্যান। নভেম্বর মাসে মাঠে গড়াচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ ‘ফিফা বিশ্বকাপ’।সেই আসরে বড় আকর্ষণের জায়গায় থাকবে ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। মেসিকে নিয়ে সাবেক জার্মান তারকা ক্লিন্সম্যানের এক বার্তা, মেসি ১০০ বছরে একটা আসে।

ক্লিন্সম্যানের মেসির প্রতি এমন বিশ্বাস এমন ভালবাসা প্রকাশ করতে গিয়ে তিনি এক সাক্ষাৎকারে বলেন , ‘১৯৯০ সালের পর থেকে আরও দুটো কাপ বেশি জেতা উচিত ছিল। সেটা এ বছরই হতে পারে। কেন নয়? এমনটা হোক এটা চাই আমি। বিশেষ করে লিও’র জন্য। আশা করছি, সে এটা জিতবে এবার। এটা তার জন্য বড়দিনের উপহার হবে।’২০১৪ সালেই মেসি বিশ্বকাপ জিততে পারতেন।

আর্জেনটিনার স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন ফাইনালে জার্মানির বিপক্ষে একাধিক গোলের সুযোগ পেয়েও মিস করেন। ফলে অতিরিক্ত মিনিটে জার্মানির বদলি খেলোয়াড় নেমেই গোল করে চতুর্থ শিরোপা ঘরে তোলে জার্মানি।সেটিকে দুঃসপ্ন ভেবেই ভুলে যেতে চান মেসিরা।

তবে এবারের আর্জেন্টিনার দলের মধ্যে আছে অন্যরকম এক জিতার নেশা। কোচ স্কালোনি মূলত দলটাকে তৈরিই করেছেন বিশ্বকাপের জন্য। সাবেক জার্মানি খেলোয়ড় ক্লিন্সম্যান ও এমনটাই মনে করেন। কোচ স্কালোনি বুদ্ধি -কৌশলকে কাজে লাগিয়ে দলটাকে তৈরি করেছেন।দলে মেসিকে সঠিক জায়গায় বল দিতে পারেন এমন কিছু তারকা ফুটবলার আছে। শেষ তিন বছরে ৩৩ ম্যাচ অপরাজিত আছে আর্জেন্টিনা।তাই তো এবার স্কালোনির অধীনে, মেসির নেতৃত্বে ২৮ বছর পর শক্তিশালী ব্রাজিলকে তাদেরই ঘরের মাঠে হারিয়ে জিতেছে কোপা আমেরিকার ট্রফি। মেসি-
স্কালোনির আসল মিশন কাতার বিশ্বকাপকে সামনে রেখে বর পরিকল্পনায় আছে টিম আর্জেনটিনা। Lionel Messi : World Cup 2022

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks