(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

লিওনেল মেসি ট্রান্সফারঃ পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন নাকি নতুন গন্তব্য? কোথায় যাবেন মেসি? খেলার খবর!

পিএসজি | লিওনেল মেসি | লিওনেল মেসি চুক্তি নবায়ন | লিওনেল মেসি ট্রান্সফার | বার্সালোনা | লিওনেল মেসি পিএসজি | লিওনেল মেসি পিএসজি | পিএসজি ট্রান্সফার |

পিএসজিতে যাওয়ার পর থেকেই সেভাবে নিজেকে মানিয়ে নিতে পারছেন না লিওনেল মেসি। ফরাসি জায়ান্টদের হয়ে প্রথম মৌসুমে পারফর্ম করতে ধুকতে দেখা গেছে লিওনেল মেসিকে। পিএসজির হয়ে শুরু করা দ্বিতীয় মৌসুমটা ভালো কিছুর আভাস দিলেও ক্লাবের অন্তর্গত বিভিন্ন বিষয়ে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে পিএসজি শিবিরে। দলে কিলিয়ান এমবাপ্পের আধিপত্য এবং মাঠে স্বার্থপরতা এছাড়াও ড্রেসিংরুমে নেইমার জুনিয়রের সঙ্গে হাতাহাতির ঘটনায় বেশ বিরক্ত লিওনেল মেসি। আর তাইতো গুঞ্জন উঠেছিল পিএসজির সঙ্গে হয়তো আর চুক্তি নবায়ন করবেন না লিওনেল মেসি। তবে এবার নিজের ভবিষ্যত নিয়ে মুখ খুলেছেন মেসি।

ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর দাবি অনুযায়ী, লিওনেল মেসিকে ফেরানোর জোর চেষ্টা চালানোর জন্য প্রস্তুত বার্সালোনা৷ আবারো মেসিকে ক্যাম্প নূ’তে ফেরাতে পদক্ষেপ গ্রহণ করছেন বার্সালোনা কোচ জাভি হার্নান্দেজ।

এদিকে লিওনেল মেসির সঙ্গে চুক্তি নবায়ন করার সকল প্রস্তুতি ইতিমধ্যে সেরে ফেলেছে পিএসজি। তবে চুক্তি নবায়নের ব্যাপারে পিএসজির ডাকে এখনো সাড়া দেয়নি আর্জেন্টাইন সুপারস্টার।

বিখ্যাত ক্রিড়া সাংবাদিক ফাব্রিজিও রোমানো জানিয়েছে, নিজের ভবিষ্যত নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি লিওনেল মেসি। মেসির ভাবনায় এখন শুধুমাত্র ২০২২ কাতার বিশ্বকাপ। আগামী সপ্তাহ কিংবা আগামী মাস নয় লিওনেল মেসি তার ভবিষ্যত নিয়ে সিদ্ধান্ত নিবেন ২০২২ কাতার বিশ্বকাপের পর।

পিএসজি নতুন চুক্তি করতে চাইলেও এবং বার্সালোনা লিওনেল মেসিকে ফেরাতে আগ্রহ প্রকাশ করলেও তা ২০২৩ সালের আগে হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks