(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Lionel Messi | Betrayed | পিকের বিশ্বাসঘাতকতার কারণে ক্লাব ছাড়তে হয়েছে মেসিকে!

It’s been six months since he left Barca to join PSG. Six months after Lionel Messi’s departure from Barca, a shocking news came out.

বার্সা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার ছয়মাস পেরিয়ে গেছে ইতিমধ্যে। ছয়মাস পর লিওনেল মেসির বার্সা ছাড়ার নিয়ে ভেসে এলো এক চাঞ্চল্যকর তথ্য।

ভঙ্গুর আর্থিক পরিস্থিতির কারণে ৩৪ বছর বয়সী আর্জেন্টাইনের চুক্তি নবায়ন করতে পারেনি বার্সালোনা। তবে নিজের অর্ধেকেরও বেশি বেতন কমিয়েও বার্সাতে থাকতে চেয়েছিলেন মেসি। কিন্তু লা লিগার আর্থিক ফেয়ার প্লে নিয়মের কারণে তা আর করতে পারেননি মেসি। যার জন্য ফরাসি ক্লাবটিতে পাড়ি জমিয়েছিলেন লিওনেল মেসি।

মুন্ডো দে পর্তিবো ও এল প্যারিস দাবি করছে, মেসি অনুভব করেছিলেন যে ক্লাবের অন্তর্গত কয়েকজনের বিশ্বাসঘাতকতার জন্যই চুক্তি নবায়ন করা হয়নি মেসির।

মুন্ডো দে পর্তিবোর তাদের এক প্রতিবেদনে দাবি করেছে, স্প্যানিশ ডিফেন্ডার জেরার্ড পিকে বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তাকে রাজি করিয়েছিলেন মেসির চুক্তি যাতে নবায়ন না করা হয়। সে সময় মেসির জন্য দলের একাংশ সিনিয়র খেলোয়াড়রা বেতন কমাতে রাজি থাকলেও রাজি ছিলেন না পিকে। অথচ মেসি প্যারিসে যাওয়ার কিছুদিন পরেই নতুন খেলোয়াড় চুক্তির জন্য নিজের বেতন ঠিকই কমিয়ে নিয়েছেন জেরার্ড পিকে। এমন কারণে বেশ হতবাক হয়েছেন মেসি। তার শৈশবের বন্ধু তার সাথে এমন বিশ্বাসঘাতকতা করেছেন তা মানতে পারছেন না মেসি।

মুন্ডো আরো জানায়, কিছুদিন আগে বার্সার বর্তমান কোচ জাভি হার্নান্দেজ একটি পার্টির আয়োজন করেছিলেন। সেই পার্টিতে লিওনেল মেসি, ফ্যাব্রেগাস, ইনিয়েস্তা ,জর্ডি আলবাসহ লা মাসিয়ার বিশেষ সেই দলের সকলে উপস্থিত থাকলেও সেই পার্টিতে আমন্ত্রণ জানানো হয়নি জেরার্ড পিকেকে। এমনকি আজও মেসির এজেন্ট তার বাবা জর্জ মেসি এই কারণে পিকে এবং লাপোর্তার সঙ্গে যোগাযোগ করতে বাধা দেন।

তবে মুন্ডো দে পর্তিবোর এমন প্রতিবেদন কিছুক্ষণ পরেই সরিয়ে ফেলা হয়। যা সকলের নিকট রহস্যজনক কারণ মনে হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks