(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Lionel Messi and Kylian Mbappe make history in same match : এক ম্যাচে মেসি-এমবাপ্পের ভিন্ন দুই বিশ্বরেকর্ড!

Lionel Messi and Kylian Mbappe make history in same match : এক ম্যাচে মেসি-এমবাপ্পের ভিন্ন দুই বিশ্বরেকর্ড!

গত রাতে নঁতের বিপক্ষে রোমাঞ্চকর এক জয় পেয়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। ৬ গোলের ম্যাচে ৪-২ গোলের বিশাল জয় তুলে নিয়ে শিরোপার কাছে আরো একধাপ দিল ফরাসি জায়ান্ট পিএসজি।

পিএসজির এমন জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি ও ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। এদিন এই দুজনের জাদুকরী পারফরম্যান্সে পিএসজি পেয়েছে স্বস্তির জয়। দুজনই পেয়েছেন জালের দেখা। আর এই ম্যাচে গোল করার মাধ্যমে ভিন্ন দুই রেকর্ডে নাম লিখিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি ও ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে।

নঁতের বিপক্ষে খেলার ১২তম মিনিটের সময় গোল করার মাধ্যমে দারুণ এক মাইলফলকে নাম লিখিয়েছেন লিওনেল মেসি। নঁতের বিপক্ষে এই গোলের মাধ্যমে ক্লাব ফুটবলে ১০০০তম গোলে অবদান রেখেছেন লিওনেল মেসি। ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৭০১ গোল করার পাশাপাশি ২৯৯ টি অ্যাসিস্টও নামের পাশে যোগ করেছেন লিওনেল মেসি। যার ফলে গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে ১০০০তম গোলে অবদান রয়েছে এই ক্ষুদে জাদুকরের।

এদিকে নঁতের বিপক্ষে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করার মাধ্যমে কিলিয়ান এমবাপ্পে বনে গেছেন পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা। এডিনশন কাভানিকে টপকে পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার আসনটি দখলে নিয়েছেন কিলিয়ান এমবাপ্পে। বর্তমানে পিএসজির জার্সিতে এমবাপ্পের গোলসংখ্যা ২০১ টি। মাত্র ২৪ বছর বয়সেই এমন রেকর্ড নিজের নামে করে নিয়েছেন মেসি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks