Ligue 1 PSG vs Toulouse 3-0মোনাকোর বিপক্ষে ম্যাচে পয়েন্ট হারানোর হতাশা পেছনে ফেলে আক্রমণাত্মক ফুটবল খেলে তুলুজের বিপক্ষে বিশাল জয় পেয়েছে পিএসজি। ৩১ এ আগস্ট তুলুজের বিপক্ষে ০-৩ গোলে বিশাল জয় পায় পিএসজি। তবে তুলুজের গোলরক্ষক একের পর এক দুর্দান্ত গোল সেভ করায় চার-পাঁচটি গোল আরো মিস করে পিএসজি।
এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন মেসি- নাইমাররা। যেখানে পাঁচ ম্যাচে নেইমারের গোল হলো ৭টি। তুলুজের বিপক্ষে ম্যাচে মেসির দুই এসিস্টে দুই গোল হয়। শুরুতেই সপ্তম মিনিটে প্রথম সুযোগ পায় তুলুজ। তবে তা ফিরিয়ে দেন পা দিয়ে গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা।
সাত মিনিটের পরেই মেসির চমৎকার থ্রু বল ধরে নেইমার জালে বল মারেন। প্রথমে গোলটিকে লাইন্সম্যান অফসাইডের পতাকা তুললে ভিএআরে অনেকটা সময় নিয়ে গোলের বাঁশি বাজান রেফারি। ফলে প্রথম গোল পায় পিএসজি। তবে প্রথমার্ধের শেষ মিনিটে দ্বিগুণ হতে পারত ব্যবধান। নেইমারের করা পাস মেসির শটকে ফিরিয়ে দেন গোলরক্ষক।
দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিটে ব্যবধান বাড়ান এমবাপে। যেখানে বড় অবদান মেসিরই। ডান পায়ের শটে সহজেই গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। ৫০,৭০ও ৮২ মিনিটে তিনটি গোল ঠেকান তুলুজের গোলরক্ষক। পরে এমবাপের দেওয়া শটে পোস্টে লেগে গোলরক্ষককে ছুঁয়ে বল যায় স্প্যানিশ ডিফেন্ডারের সামনে আর ওমনিতেই গোল করতে ভুলেননি স্প্যানিশ ডিফেন্ডার। পিএসজি পুরো ম্যাচে ৬২ শতাংশ সময় বল দখলে রাখে। গোল করার জন্য শট নেয় ২০টি, যার মধ্যে ১৩টিই ছিল লক্ষ্যে।Ligue 1 PSG vs Toulouse 3-0