Ligie : PSG vs Nice 2-1 Highlights. Lionel Messi Free-kick Goal vs Nice | Mess Free-kick goal. messi free-kick vs nice | Ligue 1 Match Today | Ligue 1 Match Result | পিএসজির খেলা। মেসির ফ্রি-কিক গোল
জাতীয় দলে দুর্দান্ত পারফরম্যান্সের ধারাবাহিকতা লিওনেল মেসি ধরে রাখলেন ক্লাব ফুটবলেও। ফ্রি কিক থেকে আবারো অসাধারণ এক গোল করলেন মেসি। মেসির চোখ ধাঁধানো ফ্রি-কিকে মুগ্ধ বিশ্ব। মেসির ফ্রি কিক গোলে এগিয়ে যাওয়া পিএসজি ব্যবধান ধরে রাখতে পারেনি। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নেমেই জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপ্পে, তাতেই জয় নিশ্চিত হয়েছে পিএসজির।
লিগ ওয়ানের ম্যাচে ওজিসি নিসকে ২-১ গোলে হারিয়ে লিগ পয়েন্ট টেবিলে শীর্ষস্থান পুনরুদ্ধার করল পিএসজি। নিজেদের মাঠে এদিন প্রতিপক্ষের ওপর বল দখল এবং আক্রমণে ব্যাপক আধিপত্য দেখিয়েছে মেসি-নেইমাররা। ম্যাচের ২৮ তম মিনিটে এগিয়ে চাই পিএসজি। এসময় তারা কাঙ্খিত সফলতার দেখা পাই মেসির হাত ধরেই।
ডি-বক্সের সামান্য বাহির থেকে চোখ ধাঁধানো এক ফ্রি কিকে গোল করে দলকে এগিয়ে নেন মেসি। মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলে বাঁধন ভাঙা উল্লাসে মেতে ওঠে পিএসজি সর্মথকরা। সেই ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে পিএসজি.
পরে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৪৭ তম মিনিটে সমতায় ফেরে নিস। এসময় পয়েন্ট হারানোর শঙ্কা জেগেছিল পিএসজি শিবিরে । আর সেই শঙ্কাকে দূরে ঠেলে দিয়ে বদলি হিসেবে মাঠে নেমেই, দলকে এগিয়ে নিলেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে। ম্যাচের ৮২ তম মিনিটে জালের দেখা পেয়েছেন তিনি। এসময় নিজের প্রথম ও দলের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে।
বাকি কয়েক মিনিটে কোন গোল করতে না পারলেও ২-১ গোলের লিড ধরে রেখে দারুণ স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে পিএসজি। এই জয়ের মাধ্যমে লিগ পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করল ক্রিস্তফ গালতিয়ের দল। Ligie : PSG vs Nice 2-1 Highlights