(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leo Messi and Julian Alvarez have been shortlisted for FIFA The Best award : ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কারের তালিকায় মেসি-নেইমার ও আলভারেজরা! নেই রোনালদো!

Leo Messi and Julian Alvarez have been shortlisted for FIFA The Best award : ফিফার সেরা খেলোয়াড়ের পুরস্কারের তালিকায় মেসি-নেইমার ও আলভারেজরা! নেই রোনালদো!

বিশ্বকাপ আসর শেষ, লিওনেল মেসির আর্জেন্টিনার হাতে উঠেছে ২০২২ কাতার বিশ্বকাপে শিরোপা। এবার বিশ্বকাপ আসর শেষে ফিফার সেরা খেলোয়াড়ের পুরষ্কারের জন্য ১৪ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

বৃহস্পতিবার (১২ জানুয়ারী) সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার দৌঁড়ে থাকা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে ফিফা। ১৪ সদস্যের এই তালিকার ভোট চলবে আগামী ৩ ফেব্রুয়ারী পর্যন্ত।

১৪ সদস্যের এই তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসিসহ আরেক আর্জেন্টাইন তারকা।

কাতার বিশ্বকাপে শিরোপা জয়ে সর্বমোট ৮ গোলে অবদান রেখে গোল্ডেন বল জেতার পাশাপাশি ফিফার সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়ার তালিকায় জায়গা করে নিয়েছেন লিওনেল মেসি।

এই তালিকায় চমক হিসেবে রয়েছে আর্জেন্টিনার উদীয়মান তারকা স্ট্রাইকার জুলিয়ান আলভারেজ। কাতার বিশ্বকাপে ৪ গোল করে শিরাপা বড় ভূমিকা রেখেছেন ম্যানচেস্টার সিটির এই তারকা।

অন্যদিকে এই তালিকায় জায়গা পেয়েছেন লিওনেল মেসির পিএসজির দুই সতীর্থ নেইমার জুনিয়র ও কিলিয়ান এমবাপ্পে। বিশ্বকাপে ৭ ম্যাচে ৮ গোল করার পাশাপাশি ২ অ্যাসিস্ট করেছেন ফরাসি ফরোয়ার্ড। বিশ্বকাপ কপালে না জুটলেও গোল্ডেন বুট ছিনিয়ে নিয়ে এই তালিকায় জায়গা করে নিয়েছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পে।

এই তালিকায় থাকা ১৪ সদস্যের সকল খেলোয়াড়দের গত ২০২১ সালের আগস্ট মাস থেকে ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করে পুরষ্কারটি প্রদান করা হবে। সেক্ষেত্রে ক্লাব ফুটবলে মেসির পরিসংখ্যানটা খুব বেশি একটা সুবিধার নয়।

২০২১ সালের আগস্টে বার্সালোনা ছেড়ে পিএসজিতে যোগ দেওয়ার পর মৌসুমটা ভালো কাটাতে পারেননি আর্জেন্টাইন অধিনায়ক। পিএসজির হয়ে প্রথম মৌসুমে মাত্র ৬ গোলের দেখা পেয়েছিলেন লিওনেল মেসি। অন্যদিকে এদিক থেকে কিলিয়ান এমবাপ্পে অনেকটাই এগিয়ে। এই ১৬ মাসে এমবাপ্পে লিগ ওয়ানে গোল করেছেন মোট ২৮ টি।

এদিকে মেসি-নেইমার ও এমবাপ্পে থাকলেও ফিফার সেরা খেলোয়াড় নির্বাচনের তালিকায় জায়গা হয়নি পর্তুগীজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর।

এক নজরে ১৪ সদস্যের ফিফার সেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকাঃ-

লিওনেল মেসি (পিএসজি)
কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)
নেইমার জুনিয়র (পিএসজি)
আশরাফ হাকিমি (পিএসজি)
লুকা মদ্রিচ (রিয়াল মাদ্রিদ)
করিম বেঞ্জেমা (রিয়াল মাদ্রিদ)
ভিনিসিয়াস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
কেভিন ডি ব্রুইনা (ম্যান সিটি)
আরলিং হালান্ড (ম্যান সিটি)
জুলিয়ান আলভারেজ (ম্যান সিটি)
জুড বেলিংহাম (বুরুশিয়া ডর্টমুন্ড)
রবার্ট লেওয়ানদস্কি (বার্সালোনা)
সাদিও মানে (বায়ার্ন মিউনিখ)
মোহাম্মদ সালাহ (লিভারপুল)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks