(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Neymar Mbappe PSG : নেইমার এমবাপ্পে মেসি | কেন নেইমারকে পাস দেননি এমবাপ্পে? জানালো কোচ | পিএসজির খবর | খেলার খবর | ফুটবল খেলার খবর।

PSG : PSG Coach Christophe Galtier talks about neymar & mbappe relationship

“Kylian Mbappé not passing to Neymar against Juventus? Their relationship is very good, they are often together. Yes, there was this situation, I spoke with Kylian, he did not see Neymar.” Kylian Mbappé not passing to Neymar against Juventus. PSG match. PSG vs Juventus 2-1. PSG UCL Match. Lionel Messi Neymar Jr Kylian Mbappe PSG

জুভেন্টাসের বিপক্ষে পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ২-১ গোলে। নতুন মৌসুমটা জয়ের মধ্য দিয়ে শুরু করলেও স্বস্তিতে নেই পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। কারণ ঘরের মাঠে ইটালিয়ান চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিল তারা। আর সেই ম্যাচে বড় ব্যবধানের জয় না পাওয়া, ফিরতি পর্বের ম্যাচে জুভেন্টাসের মাঠে ভোগাতে পারে পিএসজিকে ।

এই সমস্ত বিষয় নিয়ে এবার কথা বলেছেন পিএসজি কোচ। জুভেন্টাসের বিপক্ষে ম্যাচে অবশ্যই পিএসজি বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল। তবে সেই সমস্ত সুযোগগুলো কাজে লাগাতে পারেননি তিনি। ফরাসি ফরোয়ার্ডের ভুলে ভুগতে হয়েছে পিএসজিকে।

জুভেন্টাসের বিপক্ষে পিএসজির জয় এরপর কিলিয়ান এমবাপ্পে একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যে ভিডিওতে দেখা যায় লিওনেল মেসির কাছ থেকে পাওয়া বল নিয়ে ছুটছেন কিলিয়ান এমবাপ্পে ঢুকে পড়েন জুভেন্টাসের ডি-বক্সে তাকে থামানোর চেষ্টায় ছিলেন জুভেন্টাসের দুই ডিফেন্ডার।

দূর পোস্টে ছিল নেইমার, আর এমবাপ্পের পেছনে ছিলেন মেসি। মেসি এবং নেইমার এর কাউকেই বল বাড়িয়ে না দিয়ে নিজেই গোল করার জন্য শট নেন। আর তাতেই গোল করতে ব্যর্থ হন এমবাপ্পে। এ সময় মাঠের ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন নেইমার।

এবার কিলিয়ান এমবাপ্পের এমন স্বার্থপর আচরণ নিয়ে কথা বলেছেন পিএসজি কোচ, জানিয়েছেন এমন আচরনের পিছনে মূল কারণ কি? কেন নেইমারকে পাস দেননি তিনি? এ প্রসঙ্গে ক্রিস্তফ গালতিয়ের, “বলেন আমার সঙ্গে এমবাপ্পের কথা হয়েছে। ম্যাচে ওই সময় একটা মুহূর্ত তৈরি হয়েছিল। মূলত এমবাপ্পে নেইমারকে দেখেনি, সে আমাকে বলেছে নেইমারকে না দেখার কারণে, পাস না দিয়ে নিজের শট নিয়েছিল”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks