(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

কলকাতা বনাম দিল্লি : মুস্তাফিজকে বাদ দাও, গুরবাজের পরিবর্তে লিটনকে খেলাও – আকাশ চোপড়া!

কলকাতা নাইট রাইডার্স বনাম দিল্লি ক্যাপিটালস, কলকাতা বনাম দিল্লি : মুস্তাফিজকে বাদ দাও, গুরবাজের পরিবর্তে লিটনকে খেলাও – আকাশ চোপড়া!

কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে আজ মাঠে নামছে দিল্লি ক্যাপিটালস। এই ম্যাচে মুস্তাফিজুর রহমান ও লিটন দাস কি মুখোমুখি হবে কিনা কিংবা একাদশে সুযোগ পাবে কিনা এই দুজন এ নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আজ (২০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

আজকের ম্যাচে কলকাতার একাদশে লিটন দাসের সুযোগ পাওয়া অনেকটায় নিশ্চিত। রহমানুল্লাহ গুরবাজের টানা ব্যর্থতায় এবার তার জায়গায় দলে ঢুকতে যাচ্ছেন লিটন দাস। অন্যদিকে দিল্লির একাদশে মুস্তাফিজ সুযোগ পাবেন কি না তা নিয়ে রয়েছে শঙ্কা। দিল্লির হয়ে খেলা সবশেষ ম্যাচে বল হাতে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি মুস্তাফিজুর রহমান।

এবার এই ম্যাচের আগে দুই দলের একাদশ এবং একাদশে কি পরিবর্তন দরকার তা নিয়ে কথা বলেছেন জনপ্রিয় ধারাভাষ্যকার ও ক্রিকেট বিশ্লেষক আকাশ চোপড়া।

এ প্রসঙ্গে আকাশ চোপড়া জানায়, আমি দিল্লির একাদশে দুটি পরিবর্তন দেখতে চাই। কৌশলগত পরিবর্তন এনে অক্ষর প্যাটেলকে আগে ব্যাটিংয়ে পাঠাও এবং মুস্তাফিজুর রহমানের জায়গায় রাইলি রুশোকে খেলাও। তিনজন বিদেশি ব্যাটসম্যান খেললে এই দলটার ভালোই হতে পারে। বিদেশি একমাত্র বোলার হিসেবে থাকবেন এনরিখ নরকিয়া বাকি সব বিদেশি ব্যাটার। বোলিং তাদের ঠিকঠাকই আছে।

দিল্লির একাদশ থেকে মুস্তাফিজকে বাদ দিলেও আকাশ চোপড়া চান কলকাতার একাদশে লিটন দাসকে। এ প্রসঙ্গে তিনি বলেন,

“এখন আমি বলছি গুরবাজকে একাদশ থেকে বাদ দিন এবং তার পরিবর্তে লিটন দাস বা জেসন রয়কে অন্তর্ভুক্ত করুন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks