(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

BPL 2022 | Khulna Vs Comilla | Fletcher | Mahedi | মাহেদী-ফ্লেচার ঝলকে প্লে অফে খুলনা! কপাল পুড়লো ঢাকার!

Khulna Tigers defeated Comilla Victorians by a huge margin of 9 wickets in the match of Bangabandhu Bangladesh Premier League.

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের লিগ পর্বের ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়েছে খুলনা টাইগার্স। খুলনার এই জয়ে প্লে অফে উঠতে নিশ্চিত উঠতে ব্যর্থ হয়েছে তিন পান্ডবের মিনিস্টার ঢাকা।

এদিন মিরপুর শেরে-বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেটের বিনিময়ে ১৮২ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা ভিক্টোরিয়ানস। কুমিল্লার হয়ে এদিন সর্বোচ্চ রানের ইনিংস খেলেছে সদ্য ঘোষিত অধিনায়ক ফাফ ডু প্লেসি। এদিন ব্যাট হাতে তান্ডব চালিয়েছেন ডু প্লেসি। ৫৪ বলে ১২ চার ৩ ছক্কায় ১০১ রানের ঝড় তুলেছেন ফাফ ডু প্লেসি।

খুলনার হয়ে ১ টি করে উইকেট শিকার করেছেন নাবিন উল হক, ফরহাদ রেজা ও মাহেদী হাসান।

কুমিল্লার দেওয়া বিশাল সংগ্রহ তাড়া করতে এদিন ওপেনিংয়ে পরিবর্তন এনেছে খুলনা টাইগার্স। খুলনার হয়ে এদিন সৌম্য সরকারের বদলে ওপেনিংয়ে নেমেছেন শেখ মাহেদী হাসান। অন্যদিকে ছিলেন অ্যান্দ্রে ফ্লেচার। পরিবর্তনের পরিকল্পনায় সফল খুলনা টাইগার্স।

ওপেনিংয়ে নেমে অ্যান্দ্রে ফ্লেচার ও শেখ মাহেদী হাসান চালান ব্যাটিং তান্ডব। এদিন দুজন মিলে গড়েন ১৮২ রানের জুটি। ৪৯ বলে ৬ চার ও ৪ ছক্কায় ৭৪ রানের ঝড় তুলে দলকে জয়ের দ্বারপ্রান্তে নিয়ে গিয়ে সাজঘরে ফিরে গেছেন মাহেদী হাসান। অন্যদিকে অ্যান্দ্রে ফ্লেচারের ৬২ বলে ৬ চার ৬ ছক্কায় ১০১ রানের অপরাজিত ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ফ্লেচার। ফলে ১৮.৪ ওভারে ৯ উইকেটের বিশাল জয়ে প্লে অফ নিশ্চিত করে মুশফিকুর রহিমের খুলনা টাইগার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks