(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

আইপিএল কেকেআর বনাম দিল্লি : লিটন ও মুস্তাফিজকে একাদশে রাখার ইঙ্গিত দিলো কলকাতা ও দিল্লি!

আইপিএল কেকেআর বনাম দিল্লি : লিটন ও মুস্তাফিজকে একাদশে রাখার ইঙ্গিত দিলো কলকাতা ও দিল্লি! আইপিএল ২০২৩, দিল্লি ক্যাপিটালস বনাম কলকাতা নাইট রাইডা

আগামীকাল মুখোমুখি হতে যাচ্ছে লিটন কুমার দাসের কলকাতা নাইট রাইডার্স ও মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটালস। আগামীকাল (২০ এপ্রিল, বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ৮:০০ টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। এ ম্যাচে লিটন দাস ও মুস্তাফিজুর মুখোমুখি লড়াইয়ে নামবেন কি না এ নিয়ে রয়েছে বড় প্রশ্ন। এবার কলকাতার একাদশে লিটন ও দিল্লির একাদশে মুস্তাফিজুর রহমানকে রাখার ইঙ্গিত দিয়ে বিশাল সুখবর দিল দল দুটি।

আসরে এ নিয়ে নিজেদের খেলা ৫ ম্যাচের দুটিতে জয় পেয়েছে কলকাতা নাইট রাইডার্স। এই পাঁচ ম্যাচে ওপেনিংয়ে রহমানুল্লাহ গুরবাজের উপরই ভরসা রেখেছে কেকেআর টিম ম্যানেজমেন্ট। যা কাল হয়ে দাঁড়িয়েছে কেকেআরের জন্য।

টি-টোয়েন্টি স্পেশালিষ্ট বাংলাদেশের লিটন কুমার দাস ও ইংলিশ ওপেনার জেসন রয়কে বেঞ্চে বসিয়ে রেখে একাদশে মাত্র তিনজন বিদেশি ক্রিকেটার খেলিয়ে লোকাল ক্রিকেটাদের উপর ভরসা রাখতে চেয়েছিল কলকাতা। তবে এবার আর তা হচ্ছে না। টানা দুই ম্যাচ হারের পর এবার জয়ের ধারায় ফিরতে চায় দলটি। তাইতো এবার একাদশ থেকে বাদ পড়তে যাচ্ছেন আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবাজ।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ দলীয় অনুশীলন শেষে একসাথে ছবি তুলেছেন লিটন দাস ও মুস্তাফিজুর রহমান। তাদের সেই ছবিতে ছিলেন অ্যান্দ্রে রাসেলও। সেই ছবিটি পোস্ট করে নিজেদের অফিশিয়াল ফেসবুক পেইজে কেকেআর ক্যাপশনে লিখেছে,

“Muscle Man With Bangla Boys”

এছাড়াও একি ছবি দিল্লি তাদের অফিশিয়াল ফেসবুক পেইজে আপ্লোড করে ক্যাপশনে লিখেছে, “কালকে দেখা হবে”

এদিকে নিজেদের খেলা পাঁচ ম্যাচের মধ্যে পাঁচটিতেই হেরেছে দিল্লি ক্যাপিটালস। দিল্লির হয়ে এ আসরে এখন পর্যন্ত মাত্র দুই ম্যাচে খেলেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। সেই দুই ম্যাচের একটিতে নজরকাড়া বোলিং করলেও সবশেষ ম্যাচে আশানুরূপ পারফরম্যান্স করতে পারেননি ফিজ। যার কারণে কলকাতার বিপক্ষের আগামীকালকের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের একাদশে জায়গা পাবেন কি না মুস্তাফিজ তা নিয়ে ছিল সংশয়। যা এবার বোধহয় কেটে গেছে।

নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মুস্তাফিজুর রহমানের প্র্যাক্টিসের একটি ছবি আপ্লোড করে দিল্লি ক্যাপিটালস ক্যাপশনে লিখেছে, “অনুমান করুন কে তৈরি হচ্ছে দিল্লি বনাম কেকেআরের ম্যাচের জন্য”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks