(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

IPL 2023 : বিসিবির কারণে আইপিএল নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশী ক্রিকেটাররা | IPL Bangladeshi cricketers | Shakib Liton Mustafiz IPL

IPL 2023 : বিসিবির কারণে আইপিএলে নিষিদ্ধ হতে পারেন বাংলাদেশী ক্রিকেটাররা। IPL Bangladeshi cricketers | Shakib Liton Mustafiz IPL. 2023 এর ফ্রাঞ্চাইজিগুলো বাংলাদেশের খেলোয়াড়দের প্রতি ক্ষোভ প্রকাশ করেছে। NOC নিয়ে বিসিবির কঠোর অবস্থানে বিরক্ত হয়েছে তারা।

৩১ মার্চে শুরু হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট লীগ আইপিএল। বাংলাদেশ থেকে এ বছর সাকিব আল হাসান, লিটন দাস এবং মুস্তাফিজুর রহমান আইপিএলে৷ খেলবেন। তারা আইপিএলে খেলার জন্য এনওসি চেয়ে আবেদন করেছে বোর্ডের কাছে।

IPL Bangladeshi cricketers

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ থাকায়, সাকিব ও লিটনকে ছাড়পত্র দেয় নি ক্রিকেট বোর্ড।এমতাবস্থায় ৭ মে থেকে ১৪ মে আইপিএল খেলা হবে না সাকিবদের।তারা আইপিএলে গেলেও জাতীয় দলের খেলার সময় আবার ফিরত আসতে হবে। এ নিয়ে ভারতের বিভিন্ন মিডিয়া ক্ষোভ প্রকাশ করেছে।

গতবার তাসকিনকে এনওসি দেয়নি বোর্ড । তাই এবার তাসকিন দুর্দান্ত ফর্মে থাকা সও্বেও আগ্রহ দেখায়নি কোনো দল।এবার সাকিবদের দিচ্ছে না।
এ নিয়ে ফ্রাঞ্চাইজিগুলো বলেন,তারা (বিসিবি) যদি না চায় তাদের খেলোয়াড়রা অংশ নেক, তাহলে তাদের নিবন্ধন কেন করতে দেয়! কিন্তু অবশ্যই এখন থেকে বাংলাদেশী খেলোয়াড়দের নিয়ে আমাদের ধারণা বদলে যাবে।’

বিশ্বের বড় বড় খেলোয়াড় দের আইপিএল খেলতে কোনো বাঁধার সম্মুখীন হতে হয় না। অথচ
বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের এনওসি নিয়ে ঝামেলা করে বার বার। তাই ফ্রাঞ্চাইজিগুলো
বিরক্ত প্রকাশ করেছে। তাই আগামী আইপিএল থেকে নিষিদ্ধ হচ্ছেন সাকিব-লিটন-মুস্তাফিজরা!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks