(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

IndvsSL | Asia Cup 2022 | শেষ ওভারে নাটকীয়তা! শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়ে বিদায় নিল ভারত!

IndvsSL | Asia Cup 2022 | শেষ ওভারে নাটকীয়তা! শ্রীলঙ্কার কাছে নাস্তানাবুদ হয়ে বিদায় নিল ভারত!

শেষ ওভারে দরকার ৭ রান। বোলিংয়ে আসেন আর্শদ্বীপ সিংহ। আর্শদ্বীপের প্রথম তিন বলে শ্রীলঙ্কা নিল ৪ রান। শেষ ২ বলে যখন শ্রীলঙ্কার প্রয়োজন ২ রান ঠিক তখনই আর্শদ্বীপের করা আউটসাইফ অফে করা বলটি ব্যাটে সংযুক্ত করতে পারেননি দাসুন শানাকা বলটি চলে যায় রিষভ পন্থের হাতে ননস্ট্রাইক প্রান্তে থাকা ভানুকা রাজাপাকশাকে রান আউট করার উদ্দেশ্যে রিষভ পন্থের থ্রো করা বল চলে যায় আর্শদ্বীপের হাতে সেখান থেকে আর্শদ্বীপ করা থ্রো বিফলে যায় ফলে দৌড়ে দুই রান নিয়ে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নেয় শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার কাছে ৬ উইকেটের বিশাল ব্যবধানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় নিতে হয়েছে ভারতকে।

এদিন শুরুতে টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় শ্রীলঙ্কা। ব্যাটিংয়ে নেমেই লঙ্কান বোলারদের কাছে নাস্তানাবুদ কোহলি-কে এল রাহুলরা। দলীয় ১২ রানেই বিরাট কোহলি ও কে এল রাহুলকে সাজঘরে ফিরান থিকসানা ও মাধুশাংকা।

চাপে পড়া ভারতকে টেনে তুলেছেন অধিনায়ক রোহিত শর্মা। সূর্যকুমার যাদবকে নিয়ে ৯৭ রানের জুটি গড়ে খেলেছেন ব্যক্তিগত ৭২ রানের ইনিংস। দলীয় ১১০ রানে রোহিতের উইকেটের পর ব্যাটিংয়ে তেমন ঝলক দেখাতে পারেননি আর কোনো ব্যাটার। ফলে নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৭৭ রানে থামে ভারতের ইনিংস।

জবাবে এই রান তাড়া করতে নেমে রীতিমতো ভারতীয় বোলারদের তুলোধুনো করেছেন লঙ্কান দুই ওপেনার পাথুম নিসাঙ্কা ও কুশাল মেন্ডিস। দুজন মিলে গড়েছেন রেকর্ডগড়া ৯৭ রানের জুটি।

দলীয় ৯৭ রানে পরপর দুই ওপেনারকে হারায় শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা আউট হয়েছেন ব্যক্তিগত ৫২ রানে অন্যদিকে চারিথ আশালংকা আউট হন ০ রানে। এরপর দলীয় ১১০ রানে কুশাল মেন্ডিস ও ধানুশকা গুনাথিলাকার উইকেট হারায় শ্রীলঙ্কা।
কুশাল মেন্ডিস আউট হন ব্যক্তিগত ৫৭ রানে অন্যদিকে গুনাথিলাকা করেছেন করেন ১ রান।

এরপর ভানুকা রাজাপাকশে ও দাসুন শানাকার ঝড় ব্যাটিংয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা। ১৭ বলে ২ ছয়ে ২৫ রান করেন রাজাপাকশে অন্যদিকে ৪ চার ১ ছয়ে ১৮ বলে ৩৩ রানের দুরন্ত এক ইনিংস খেলেছেন শানাকা। ফলে ৬ উইকেটের বিশাল জয়ে ভারতকে এশিয়া কাপ থেকে বিদায় করল শ্রীলঙ্কা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks