করোনাভাইরাস বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং আতঙ্কিত বিষয়। করোনাভাইরাসের সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে। ছড়িয়ে পড়ছে পুরো বিশ্বে। পুরো বিশ্ব আজ উদ্বিগ্ন এই ভাইরাসের কারণে।
এদিকে কিছুদিন আগে গুজব উঠেছিলো আর্জেন্টাইন সুপারস্টার পাওলো দিবালা করোনায় আক্রান্ত হয়েছেন। এমন গুজবের ফলে পাওলো দিবালা সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছিলেন যে তার শরীরে করোনার কোনো সংক্রমণ পাওয়া যায়নি।
কিন্তু কিছুদিন যেতে না যেতেই যে সে গুজবটি সত্যি হয়ে দাঁড়ালো। এবার সত্যি সত্যিই করোনায় আক্রান্ত হলেন পাওলো দিবালা। করোনাভাইরাসে শুধু তিনি একা নন তার সাথে আক্রান্ত হয়েছেন তার বান্ধবী ওরিয়ানা। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে নিশ্চিত করেছেন পাওলো দিবালা।
এ প্রসঙ্গে দিবালা বলেন, সবাইকে জানাতে চাই যে আমরা কোভিড-১৯ এর ফলাফল হাতে পেয়েছি। আমার এবং ওরিয়ানার কোভিড-১৯ এর ফলাফল পজেটিভ এসেছে। সৌভাগ্যবশত দুইজনই ঠিকঠাক আছি। মেসেজ পাঠিয়ে আমাদের খোঁজ-খবর নেওয়ায় ধন্যবাদ সবাইকে।
পাওলো দিবালার বান্ধবী ২৩ বছর বয়সী ওরিয়ানা আর্জেন্টিনার নন্দিত অভিনেত্রী, মডেল ও সঙ্গীতশিল্পী। অন্যদিকে ইতালিয়ান জায়ান্ট ক্লাব জুভেন্টাসের হয়ে খেলেন পাওলো দিবালা।