(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

একি ভুল যদি এমবাপ্পে করতো তাহলে কি শাস্তি পেত? প্রশ্ন সাবেক পিএসজি তারকার!

জেরোম আলোনজো, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, একি ভুল যদি এমবাপ্পে করতো তাহলে কি শাস্তি পেত? প্রশ্ন সাবেক পিএসজি তারকার!

লিওনেল মেসিকে নিষিদ্ধ করে ফুটবল বিশ্বে বিশ্বে সবার নজরে খারাপের উদাহরণ হয়ে থাকলো পিএসজি। সম্প্রতি মেসির সৌদি সফরকে কেন্দ্র করে তাকে দুই সপ্তাহের জন্য বিনা বেতনের নিষেধাজ্ঞা দিয়েছে ফরাসি জায়ান্টরা। যার পর থেকে ফুটবল পাড়ায় চলছে এ নিয়ে তোলপাড়। পিএসজির এমন কান্ডের এবার তীব্র সমালোচনা করেছেন পিএসজির সাবেক তারকা জেরোম আলোনজো।

লিওনেল মেসি পর্যটন দূত হিসেবে পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। ক্লাবের ট্রেনিং সেশন বাদ দিয়ে হুট করে সৌদি সফরে চলে যাওয়ায় পিএসজি সিদ্ধান্ত নেয় মেসিকে নিষেধাজ্ঞা দেওয়ার। লিওনেল মেসিকে নিষেধাজ্ঞা দেওয়ার পর বেরিয়ে আসে পিএসজির ট্রেনিং সেশন না থাকায় সৌদিতে পাড়ি জমিয়েছেন মেসি। মেসি যখন সৌদির বিমান ধরেন তখন হুট করে ট্রেনিং সেশনের ঘোষণা দিয়ে দেয় পিএসজি।

এরপর আরো জানা যায়, একমাস আগেই মেসির বাবা জর্জ মেসি পিএসজি কতৃপক্ষকে জানিয়ে দিয়েছে চুক্তি নবায়ন করবেন না আর্জেন্টাইন তারকা। এরপর ধারণা করা হয় আর্জেন্টাইন তারকার এমন সিদ্ধান্তের কারণেই হয়তো এই নিষেধাজ্ঞার মারপ্যাঁচ খেলেছে নাসের আল খেলাইফি।

এবার পিএসজির এমন ঘৃণিত কর্মকান্ডের তীব্র সমালোচনা করে সাবেক তারকা ফুটবলার জেরোম আলোনজো বলেন,

“এটা মানা যেতো যদি পিএসজি মেসিকে সতর্কতামূলক বার্তা দিত, কিন্তু দুই সপ্তাহের জন্য নিষেধাজ্ঞা এটা একেবারেই অগ্রহণযোগ্য। যদি এই একি ভুলটি এমবাপ্পে করতো সে কি আদৌ শাস্তি পেত? আমি নিশ্চিত না…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks