দারুণ ছন্দে আছে বাংলাদেশ দল। সময়ের সেরা ফর্মে আছে টাইগাররা। গতরাতে জিম্বাবুয়েকে প্রথম টি-টুয়ান্টি ম্যাচে একরকম উড়িয়ে দিয়ছে বাংলাদেশ। এদিকে এবার জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলে নেই, তরুণ অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
মেহেদী হাসান মিরাজকে মূলত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট দলে নেয় শুধু মাত্র ওয়ানডে ও টেস্ট ম্যাচের জন্য।
সবশেষ জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ দলের হয়ে অবিশ্বাস্য বোলিং করেছিলেন মেহেদী মিরাজ। যার ফলও পেয়েছে এই তরুণ অলরাউন্ডার।
প্রকাশিত হয়েছে আইসিসি ওয়ানডে বোলিং র্যাংকিং। যেখানে ব্যপকভাবে পরিবর্তন হয়েছে মেহেদী হাসান মিরাজের র্যাংকিং। র্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পৌছে গেছেন মেহেদী হাসান মিরাজ।
আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১২ তম অস্থানে পৌছে গেছেন মেহেদী মিরাজ। মিরাজের বর্তমানে রেটিং পয়েন্ট ৬২৬।
৬২৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যাংকিংয়ে সেরা অবস্থা ১২ তম অবস্থানে আছেন মেহেদী মিরাজ। অন্যদিকে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে ১৬ তম অবস্থানে আছেন আরেক টাইগার পেসার কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমানের রেটিং পয়েন্ট ৬০৯।