ICC Men’s Cricket World Cup Super League | সুপার লীগে ব্যাটিং শীর্ষে তামিম আর বোলিং শীর্ষে সাকিব। বাংলাদেশ ক্রিকেট নিউজ : আইসিসি বিশ্বকাপ সুপার লীগের যাত্রাটা দারুন ভাবে শেষ করেছে বাংলাদেশ। ২৪ ম্যাচ শেষে বাংলাদেশের অর্জন ১৫৫ পয়েন্ট। যার মাধ্যমে বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে জায়গা করে নিয়েছে তামিম ইকবালের দল।
গতরাতে আয়ারল্যান্ডকে পরাজিত করে বিশ্বকাপ সুপার লিগ শেষ করেছে বাংলাদেশ। চলতি বছরের অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ অংশ নিবে বিশ্বের তৃতীয় দল হিসাবে।
বিশ্বকাপ সুপার লিগে বাংলাদেশের দারুন এই অর্জনের পথে ব্যাটে বলে পারফর্ম করেছেন সাকিব আল হাসান। টাইগারদের অর্জনে সবচেয়ে বড় অবদান আছে অন্তত ৭-৮ জন ক্রিকেটারের। যাদের মধ্যে অন্যতম তামিম ইকবাল ও সাকিব আল হাসান।
সম্প্রতি সময়ে টাইগারদের স্কোয়াড থেকে বাদ পড়েছেন যে মাহমুদুল্লাহ রিয়াদ, তিনিও কিনা আইসিসি ওডিআই সুপার লিগে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটাররদের তালিকায় আছেন শীর্ষ পাঁচে।
আইসিসি ওয়ানডে সুপার লিগে বাংলাদেশেরদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটারদের তালিকায় সবার উপরে আছেন তামিম ইকবাল।
১। তামিম ইকবাল। রান – ৭৮৩ গড় – ৩৪
২। মুশফিকুর রহিম। রান – ৭৫৫ গড় – ৪৪.৪
৩। লিটন দাশ। রান – ৬৫৫ গড় – ২৮.৫
৪। সাকিব আল হাসান। রান – ৬১৯ গড় – ৩৬.৪
৫। মাহমুদউল্লাহ রিয়াদ। রান – ৫৬৩ গড় – ৪০.২০
আর ওডিআই সুপার লিগে সেরা বোলারদের তালিকায় বাংলাদেশীদের মধ্যে সবার উপরে আছেন সাকিব আল হাসান।
১। সাকিব আল হাসান। উইকেট – ৩১
২। মেহেদী হাসান মিরাজ। উইকেট – ৩০
৩। মুস্তাফিজুর রহমান। উইকেট – ২৭
৪। তাসকিন আহমেদ। উইকেট – ২৬
৫। শরিফুল ইসলাম। উইকেট – ১৬