ক্রিকেট বিশ্বকাপের খবর ২০২৩ / বাংলাদেশকে ছোট করল সঞ্জয় মাঞ্জরেকার

ক্রিকেট বিশ্বকাপের খবর ২০২৩ / বিশ্বকাপের স্বপ্নে বিভোর বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। ভারতের মাটিতে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ আসরেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন বাংলাদেশের। এই বাস্তবতা নাকি বেশ কঠিন। উল্টো টাইগারদের প্রত্যাশার চাপে ফেলে দিতে পারে ভক্তরা। এমন তাই মন্তব্য করেছেন ভারতীয় ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার।

এবার উপমহাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ক্রিকেট বিশ্বকাপ। প্রায় এক যুগেরও বেশি সময় পর ক্রিকেটের ওয়ানডে ফরমেটের এই বিশ্বকাপ ফিরেছে উপমহাদেশে। ধারণা বাংলাদেশ চেনা কন্ডিশনে ভারতের মাটিতে ভালো করবে তবে সঞ্জয় এতে দ্বিমত পোষণ করেছেন।

তার মতে ভারতের বিশ্বকাপ জিততে ৫০ বছরের বেশি সময় লেগেছে বাংলাদেশের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হবে না। টাইগারদের আরো অনেক দিন ক্রিকেট খেলতে বললেন ভারতীয় এই ধারাভাষ্যকার। বড় বড় দলগুলোকে হারানোর চেষ্টায় থাকতে বললেন তিনি।

উপমহাদেশের কন্ডিশনে এখন অস্ট্রেলিয়া ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকার ক্রিকেটাররা অনেক বেশি খেলে। তারা ভারতে আসে ক্রিকেট খেলে। তাই চেনা কন্ডিশন বললে অন্যান্য দল গুলোর ক্ষেত্রেও একই রকম। তাই ক্রিকেট বিশ্বকাপ কঠিন হতে যাচ্ছে যে কোন দলের জন্য

ভারতের সাবেক ক্রিকেটার এবং ধারাভাষ্যকার সঞ্জয় মাঞ্জরেকার বলেন, “ভারত ১৯৩০ সালে ক্রিকেট খেলা শুরু করে, ১৯৮৩-তে এসে প্রথম শিরোপা যেতে। ৫০ বছরের বেশি সময় লাগে বিশ্বচ্যাম্পিয়ন হতে। এটাই বাস্তবতা, এগুলোতে সময় লাগে। ধীরে ধীরে বাংলাদেশ সেখানে পৌঁছাবে এবং বড় দলগুলোকে হারাবে।

ভারতীয় ধারাভাষ্যকার মাঞ্জরেকার মুগ্ধ বাংলাদেশের পেস বোলিং ইউনিট নিয়ে। সাম্প্রতিক সময়ে টাইগার পেসারদের উন্নতি, নজর কেড়েছে এই ভারতীয় ধারাভাষ্যকারের। ভারতের এই ধারাভাষ্যকার বলেন, “তোমাদের দারুণ কিছু পেসার রয়েছে। আমি মনে করি শরিফুল দারুণ কিছু করার ক্ষমতা রাখে। হাসান মাহমুদকে নিয়েও ওয়াকার ইউনুস আমাকে বলছিলেন, তাকে দেখে মনে হয় সে খুব আক্রমণাত্মক।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks