সিলেটে তৃতীয় শেষ ওয়ানডেটি ছিলো অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজার শেষ ম্যাচ। শেষ ম্যাচের আগে দূর্দান্ত এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়েকে হারাতে পারলেই অধিনায়ক হিসেবে ৫০ তম জয়ের দেখা পাবেন মাশরাফি বিন মুর্তজা।
এমন ম্যাচে প্রথমে ব্যাট করে তামিম ও লিটনের রেকর্ড গড়া ইনিংসে ৩২২ রানের বিশাল পু্ঁজি পায় টাইগাররা। এই রান তাড়া করতে নেমে টাইগারদের বোলিং তোপে ২১৮ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের সবকটি উইকেট।
এই জয়ের মাধ্যমে জিম্বাবুয়েকে হোয়াইট ওয়াশ করলো বাংলাদেশ দল। অধিনায়ক বিদায়ী ম্যাচে লিখে গেলেন ইতিহাস। অধিনায়ক হিসেবে দেখা পেলেন ৫০ তম জয়ের। যেই জয় স্বরনীয় হয়ে থাকবে ইতিহাসের পাতায়। বিদায়ী ম্যাচে সতীর্থরা অধিনায়ক মাশরাফিকে কাঁধে তুলে এই রেকর্ড গড়া জয় উদযাপন করে। বাংলাদেশের সবচেয়ে সফলতম অধিনায়ক, ক্যাপ্টেন ফ্যান্টাস্টিকের বিদায়টা স্বরণীয় হয়ে থাকলো ১৬ কোটি বাঙালির হৃদ মাঝারে।