Paulo Dybala | Argentina | Messi | Lionel Messi | Fifa World Cup 2022 | Qatar World Cup 2022 | 2022 Fifa World Cup Argentina | Argentina Squad For Fifa World Cup 2022
বিশ্বকাপের আগে ইজুরির আঘাত বেশ ভোগাচ্ছে আর্জেন্টিনা দলকে। দলের মূল তারকাদের ইঞ্জুরির কারণে বেশ চিন্তায় পড়েছিলেন কোচ লিওনেল স্কালোনি। এদিকে দলের মিডফিল্ডের মূল অস্ত্র জিওভানি লো সেলসোর বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গিয়েছে গুরুতর ইঞ্জুরির কারণে। যা স্কালোনির চিন্তা বাড়িয়ে দিয়েছে দিগুণ। তবে এত সব অস্বস্তির মাঝে বিশ্বকাপ শুরুর আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা এবং কোচ লিওনেল স্কালোনি।
গত অক্টোবরে লিগ ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরিতে পড়ে মাঠ ছাড়েন আর্জেন্টাইন সুপারবয় পাওলো দিবালা। দিবালার সেই ইঞ্জুরি নিয়ে বেশ চিন্তিত ছিলেন কোচ লিওনেল স্কালোনি। তবে এবার দারুণ সুখবর বয়ে এলো দিবালাকে নিয়ে।
বিশ্বকাপ শুরুর বাকি আর মাত্র ১১ দিন। আর এর মধ্যেই এ এস রোমার দলীয় অনুশীলনে ফিরেছেন পাওলো দিবালা। করিয়েররে দেল্লো স্পোর্টেসের বরাত দিয়ে এমন খবরই জানিয়েছে আর্জেন্টাইন জনপ্রিয় সাংবাদিক রয় নেমার। সিরি আ’তে তুরিনের বিপক্ষের ম্যাচের আগে দলের অনুশীলনে যোগ দিয়েছেন দিবালা।
বিশ্বকাপের আগ মুহুর্তে এমন খবরে স্বস্তির নিঃশ্বাস ফেলবে আর্জেন্টাইন ভক্তরা ও কোচ লিওনেল স্কালোনি।