FIFA World Cup Qatar 2022 : Argentina : Lionel messi | বিশ্বকাপ দলে ২০১৪ আসরের ছায়া দেখছেন মেসি।

FIFA World Cup Qatar 2022 : Argentina 26 Men’s Squad. Lionel Messi. ফুটবল বিশ্বকাপ ২০২২ : ফুটবল বিশ্বকাপের খবর। লিওনেল মেসি। আর্জেন্টিনার স্কোয়াড।

২০১৪ বিশ্বকাপে দারুণ ছন্দে থাকা লিওনেল মেসি ও তারুণ্যের মিশ্রণে আর্জেন্টিনা খেলে বিশ্বকাপের ফাইনাল। তবে ফাইনাল ম্যাচে অতিরিক্ত সময়ে জার্মানির কাছে ১-০ গোলে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল আর্জেন্টিনার। সেবার ফাইনাল ম্যাচে হতাশায় ডুবলেও পুরো আসর জুড়ে দূর্দান্ত পারফর্ম করেছে আর্জেন্টিনার সে দলটি। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে ফাইনালে ওঠা সেই দলটির ছায়া এবার ২০২২ কাতার বিশ্বকাপে দেখতে পাচ্ছেন লিওনেল মেসি।

এখন পর্যন্ত মোট চারটি বিশ্বকাপে অংশ নিয়েছেন মেসি। সেই ২০০৬ সালে নিজের প্রথম বিশ্বকাপ খেলতে নামা লিওনেল মেসি এবার খেলতে যাচ্ছেন নিজের পঞ্চম বিশ্বকাপ। তবে বিগত চার আসরে একবার ফাইনালের দেখা পেলেও শিরোপা ধরা দেয়নি আর্জেন্টাইন জাদুকরের হাতে।

তবে এবারের কাতার বিশ্বকাপে হট ফেবারিটের তকমা গায়ে লাগিয়েই বিশ্বকাপে অংশগ্রহণ করতে যাচ্ছে আলবিসেলেস্তারা। লিওনেল স্কালোনির অধিনে টানা ৩৫ ম্যাচ অপরাজিত থেকে আর্জেন্টিনা জিতেছে টানা দুই আন্তর্জাতিক শিরোপা। আর আর্জেন্টিনার এই প্রতিভাবান দলটির মধ্যে ২০১৪ বিশ্বকাপের দলটির ছায়া দেখতে পান বলে জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি।

আর্জেন্টাইন ক্রিড়া দৈনিক ওলে’কে দেওয়া এক সাক্ষাৎকারে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের স্মৃতিচারণ করে লিওনেল মেসি বলেন,

“২০১৪ বিশ্বকাপে আমরা খুব ভালো করেছিলাম। যা অবিস্মরণীয় এক অভিজ্ঞতা ছিল। আমি খুব উপভোগ করেছিলাম। আমার মধ্যে এই ব্যাপারটা গেঁথে গিয়েছিল। যে, এটি একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ দল। দীর্ঘমেয়াদে এটাই আপনাকে লক্ষ্যের দিকে নিয়ে যায়।”

“আমি ২০১৪ বিশ্বকাপ দলের সঙ্গে (এবারের আসরের দলের) অনেক মিল অনুভব করছি। এটা আমার কাছে খুব কাছাকাছিই মনে হয়। কারণ যে দলটা একত্রিত হয়েছিল, তাদের দৃঢ় মনোবল ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks