Fifa The Best Mens Player Award 2023 : ফিফার বর্ষসেরার সব পুরষ্কার জিততে চলেছেন আর্জেন্টাইনরা!

Fifa The Best Mens Player Award 2023 : ফিফার বর্ষসেরার সব পুরষ্কার জিততে চলেছেন আর্জেন্টাইনরা!

আর কিছুঘন্টা পেরোলেই শুরু হবে ফিফার বর্ষসেরার অনুষ্ঠান। তবে ফিফা দ্য বেস্ট প্লেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগেই জানা হয়ে গিয়েছে বর্ষসেরার পুরস্কারগুলো উঠতে যাচ্ছে কার কার হাতে।

আগে থেকেই ধারণা করা হচ্ছিলো ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার সপ্তমবারের মতো নিজের ঝুলিতে ভরতে চলেছেন ৩৫ বছর বয়সী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। দুই ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে ও করিম বেঞ্জেমাকে পেছনে ফেলে এই সেরার পুরষ্কার জিততে চলেছেন মেসি ব্যাপারটি এবার অনেকটাই নিশ্চিত।

এদিকে স্প্যানিশ ক্রিড়া দৈনিক মার্কা দাবি করছে ফিফার বর্ষসেরা কোচ, ফুটবলার ও গোলকিপারের পুরষ্কার জিততে চলেছেন তিন আর্জেন্টাইন। মাত্র দুই বছরে আর্জেন্টিনাকে বদলে দিয়ে তিন আন্তর্জাতিক শিরোপা এনে দেওয়ার কান্ডারী লিওনেল স্কালোনির হাতেই উঠবে বর্ষসেরা কোচের পুরষ্কারটি। অন্যদিকে কোপা আমেরিকাতে ট্রাইবেকারের নায়ক এবং কাতার বিশ্বকাপের ফাইনালে ট্রাইবেকারের নায়ক ও আর্জেন্টিনার গোলবারের প্রহরী এমিলিয়ানো মার্টিনেজের হাতেই উঠতে চলেছে ফিফার বর্ষসেরা গোলরক্ষকের পুরষ্কারটি। ২০২২ কাতার বিশ্বকাপের সেরা গোলরক্ষকের পুরষ্কারটিও নিজের করে নিয়েছিলেন এমিলিয়ানো মার্টিনেজ।

এদিকে আরো একবার ফিফার এই বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ডটি নিজের ট্রফি ক্যাবিনেটে সাজাতে চলেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। ধারাবাহিকভাবে জাতীয় দলের হয়ে জাদুকরী সব পারফরম্যান্সে কোপা আমেরিকা শিরোপা জয়ের ক্ষেত্রে ব্যাপক ভূমি রেখেছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। অন্যদিকে কাতার বিশ্বকাপে গোল এবং অ্যাসিস্টে নিজের জাদুকরী পারফরম্যান্স দিয়ে জিতে নিয়েছেন বিশ্বকাপে নিজের দ্বিতীয় গোল্ডেন বলের পুরষ্কারটি। এছাড়াও দীর্ঘ ৩৬ বছর আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা জয়ের স্বাদ এনে দিয়েছেন লিওনেল মেসি।

এদিকে ফিফা দ্য বেস্ট উমেন্স এর পুরষ্কারটি জিততে চলেছেন স্প্যানিশ মিডফিল্ডার ও বার্সালোনা নারী দলের অধিনায়ক অ্যালেক্সিয়া পুতেল্লাস। গতবছর টানা দ্বিতীয়বারের মতো ব্যালন ডি’অর নিজের নামে করে নিয়েছিলেন পুতেল্লাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this:
Enable Notifications OK No thanks