(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

FIFA says Argentina’s Messi, Martinez won’t be punished for criticizing Dutch coach : ফিফার কাছ থেকে বড় সুখবর পেল মেসিরা!

FIFA says Argentina’s Messi, Martinez won’t be punished for criticizing Dutch coach : ফিফার কাছ থেকে বড় সুখবর পেল মেসিরা!

নেদারল্যান্ডসের বিপক্ষে ট্রাইবেকারে নাটকীয় এক জয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে পুরো ম্যাচজুড়ে ছিল উত্তেজনা। এই এক ম্যাচে ফাউল হয়েছে মোট ৪৮ টি এবং ১৪ হলুদ কার্ড ও ১ টি লাল কার্ড দেখিয়েছেন রেফারি লাহোস। এছাড়াও ম্যাচ চলাকালীন সময়ে আর্জেন্টিনার খেলোয়াড়দের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে যায় ডাচ ফুটবলাররা।

এদিকে ম্যাচ শেষে রেফারি মাতেও লাহোস ও ডাচ কোচ লুইস ফন গালের কঠোর সমালোচনা করে আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ও গোলরক্ষক এমি মার্টিনেজ।

তবে ধারণা করা হচ্ছিলো ম্যাচ শেষে এমন রেফারি ও ডাচ কোচের বিরুদ্ধে সমালোচনামূলক মন্তব্যের জন্য ফিফার নিকট হতে শাস্তি পেতে যাচ্ছেন মেসি ও এমিলিয়ানো মার্টিনেজ। যা প্রভাব ফেলবে আর্জেন্টিনার সেমিফাইনালের ম্যাচে।

তবে সে শঙ্কা এবার কেটে গেছে। ফিফার কাছ থেকে স্বস্তির খবর পেল আলবিসেলেস্তারা। তদন্ত শেষে ফিফার ডিসিপ্লিনারি কমিটি আজ (১১ ডিসেম্বর) রবিবার জানায়,

“রেফারি মাতেও লাহোস ও ডাচ কোচ লুইস ফন গালের বিপক্ষে কথা বলায় লিওনেল মেসি ও এমিলিয়ানো মার্টিনেজ কোনো পেনাল্টি পায়নি।

আরো এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, গঞ্জালো মন্টিয়েল ও মার্কোস আকুনা বাদে সেমিফাইনালে মাঠে নামতে পারবে আর্জেন্টিনার বাকি সব খেলোয়াড়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks