(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

ফিফা র‍্যাঙ্কিং ২০২৩ : ব্রাজিলকে টপকে শীর্ষে আর্জেন্টিনা! ফ্রান্সের কাছেও নত ব্রাজিল!

ফিফা, ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স ফিফা র‍্যাঙ্কিং ২০২৩ : ব্রাজিলকে টপকে শীর্ষে আর্জেন্টিনা! ফ্রান্সের কাছেও নত ব্রাজিল!

বলা চলে আর্জেন্টিনার যেখানে চলছে পৌষমাস সেখানে ব্রাজিলের চলছে সর্বনাশ। ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের পর থেকেই উড়ন্ত ছন্দে আছে আর্জেন্টিনা। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে পানামাকে ২-০ গোলে হারানোর পর দ্বিতীয় প্রীতি ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছে আলবিসেলেস্তারা। অন্যদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মরোক্কোর বিপক্ষে শোচনীয় হার বরণ করেছে ব্রাজিল যার ফলস্বরূপ ফিফা র‍্যাঙ্কিংয়ে অবনতি। অপরদিকে ব্রাজিলকে টপকে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছে আর্জেন্টিনা।

বুধবার (২৯ মার্চ) ফিফা উইন্ডোতে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কুরাসাওকে ৭-০ গোলে পরাজিত করার মধ্য দিয়ে র‍্যাঙ্কিংয়ে ব্রাজিলকে টপকে শীর্ষস্থানে উঠে আসে আলবিসেলেস্তারা। ২০১৬ সালের পর এই প্রথম ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ফিরে পেয়েছে আর্জেন্টিনা।

অন্যদিকে ব্রাজিল শুধু শীর্ষস্থানই হারায়নি। টানা ব্যর্থতার কারণে ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে সেলেসাওরা। দ্বিতীয় স্থানে উঠে এসেছে কিলিয়ান এমবাপ্পের ফ্রান্স। ইউয়েফা ইউরোর কোয়ালিফায়ারে নেদারল্যান্ডস ও আয়ারল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় স্থান দখলে নিয়েছে ফ্রান্স।

কুরাসাওয়ের বিপক্ষে মাঠে নামার আগে আর্জেন্টিনার রেটিং পয়েন্ট ছিল ১৮৩৯.৯০ (+১.৫২)। কুরাসাওকে উড়িয়ে দেওয়ার পর আর্জেন্টিনার রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ১৮৪০.৯১ (+২.৫৩)। অন্যদিকে ব্রাজিলের রেটিং পয়েন্ট ছিল ১৮৩৪.১৪ (-৬.৬৩)। তৃতীয় স্থানে নেমে আসা ব্রাজিলের বর্তমান রেটিং পয়েন্ট ১৮৩৪.১৩ (-৬.৬৪)। দ্বিতীয় স্থানে উঠে আসা ফ্রান্সের রেটিং পয়েন্ট ১৮৩৮.৫০ (+১৫.১১)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Enable Notifications OK No thanks